মঙ্গলবার, ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

৩৮ বছর পর ব্যাডমিন্টনের বিশ্ব র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ভারতীয় খেলোয়াড়

News Sundarban.com :
এপ্রিল ১২, ২০১৮
news-image

প্রথমবার এই নজির গড়েছিলেন প্রকাশ পাড়ুকোন, ১৯৮০ সালের পর ২০১৮, ৩৮ বছর পরে ফের ব্যাডমিন্টনের বিশ্ব র‌্যাঙ্কিংয়ের শীর্ষে পৌঁছে গেলেন একজন ভারতীয় পুরুষ খেলোয়াড়। আজ বিশ্বের এক নম্বর হলেন কিদম্বী শ্রীকান্ত।
এখন কমনওয়েলথ গেমস থেকে ভারতকে পদক এনে দেওয়ার জন্য লড়াই করছেন শ্রীকান্ত। এরই মধ্যে তিনি সুখবর পেলেন। এর আগে পুরুষদের ব্যাডমিন্টনে বিশ্বের এক নম্বর ছিলেন ডেনমার্কের ভিক্টর অ্যাক্সেলসেন। তাঁকে টপকে গেলেন শ্রীকান্ত। এখন এই ভারতীয় শাটলারের পয়েন্ট ৭৬,৮৯৫। অন্যদিকে, ভিক্টরের পয়েন্ট ৭৫,৪৭০।
গত বছর থেকেই অসাধারণ ফর্মে শ্রীকান্ত। গত বছর তিনি পাঁচটি সুপারসিরিজের ফাইনালে উঠে চারটিতে চ্যাম্পিয়ন হন। এখনও পর্যন্ত অলিম্পিক বা বিশ্ব চ্যাম্পিয়নশিপ থেকে পদক জিততে না পারলেও, ভবিষ্যতে সেই সাফল্যের জোরাল ইঙ্গিত দিয়েছেন শ্রীকান্ত।