বৃহস্পতিবার, ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বাসন্তীর বড়কাছারী তে চৈত্রের নীল উৎসব

News Sundarban.com :
এপ্রিল ১২, ২০১৮
news-image

কথায় আছে বাঙালীর বারোমাসের তেরো পার্বণ। সুন্দরবনের বিদ্যাধরী নদী আপন খেয়ালে বয়ে চলেছে।যতদূর জানা যায় প্রায় ৬০ বছর আগে বাসন্তী থানার মসজিদবাটী গ্রামপঞ্চায়েতে মোকাবেড়িয়ায় নদী সংলগ্ন তীরবর্তী জঙ্গল লাগোয়া এক শশ্মানের কাছে গড়ে উঠেছিল এক ছোট্ট তালপাতার ছাউনি দিয়ে তৈরী শিবের মন্দির। কে বা কারা এই মন্দির তৈরী করেছিলেন সে সম্পর্কে স্থানীয় প্রবীণ গ্রামবাসীরা ও জানেন না।মন্দির সংলগ্ন এলাকায় তৎকালীন কোন মানুষের বসবাস ছিল না।প্রাকৃতিক দুর্যোগে নদীবাঁধ ভেঙে গ্রামের পর গ্রাম প্লাবিত হলেও মন্দিরের কোন ক্ষয়ক্ষতি আজ অবধি হয়নি।সরকারী সাহায্যে এবং অগণিত ভক্তের দানে মন্দির টি পাকা তৈরী হয়।  মন্দির সংলগ্ন এলাকায় একটি মেলা ও অনুষ্ঠিত হয়।মেলাটি অনুষ্টিত হয় চৈত্রমাসের শেষ সাতদিন।মেলায় ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত  থেকে লক্ষাধিক ভক্তের সমাগম হয়।
অনেকই আসেন আবার দর্শন করতে কেউবা আবার মানত শোধ করতে।