মঙ্গলবার, ১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কর্মীদের পর্নোগ্রাফি দেখা বন্ধ করতে শক্তিশালী সিস্টেম বসল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে

News Sundarban.com :
এপ্রিল ১২, ২০১৮
news-image

সরকারি দফতরের নিজস্ব নেটওয়ার্কে হ্যাকিং ও কম্পিউটারে পর্নোগ্রাফি দেখা বন্ধ করার লক্ষ্যে শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থা বসাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। সম্প্রতি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব জিকে পিল্লাই জানান, দফতরের কম্পিউটারে পর্নোগ্রাফি দেখা ও বিভিন্ন ক্ষতিকারক সফটওয়্যার ডাউনলোড করার অভিযোগ ওঠে মন্ত্রকের কয়েকজন অধস্তন কর্মীর বিরুদ্ধে।
এরপরই, গোটা মন্ত্রকের কম্পিউটার নেটওয়ার্ককে শক্তিশালী নিরাপত্তার চাদরে মুড়ে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়। মন্ত্রকের এক আধিকারিক বলেন, ইন্ট্রুশান ডিটেকশন অ্যান্ড প্রিভেনশন সিস্টেম, অ্যান্টি-ভাইরাস এবং অ্যান্টি-ম্যালওয়্যার লাগানো হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রকের কম্পিউটার নেটওয়ার্ককে নিশ্ছিদ্র করতে শক্তিশালী সিস্টেম বসেছে।

আরেক আধিকারিক জানিয়েছেন, নতুন নেটওয়ার্ক সিকিউরিটি পলিসি চালু করা হয়েছে। নেটওয়ার্ক সিকিউরিটি যাতে ঠিকঠাক কাজ করে, তার জন্য চলছে নিরন্তর নজরদারি। পাশাপাশি, ফায়ারবল বসানো হয়েছে—যার মাধ্যমে কোনও কর্মী দফতরের কম্পিউটারে পর্নোগ্রাফি দেখতে পারবেন না।