বৃহস্পতিবার, ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ক্যানিং মহকুমা কড়া নিরাপত্তা বলয়ে শান্তিপূর্ণ ভাবে নমিনেশন পত্র জমা

News Sundarban.com :
এপ্রিল ১০, ২০১৮
news-image

সোমবার কড়া নিরাপত্তা বলয়ে শান্তিপূর্ন ভাবে নমিনেশন পত্র জমা পড়ল দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং মহকুমা বাসন্তী,গোসাবা, ক্যানিং-১ও২ বিডিও অফিস গুলিতে।এছাড়া ক্যানিং মহকুমা ১২ টি জেলা পরিষদ আসনে মহকুমা শাসক কার্যালয়ে নমিনেশন পত্র জমা দিল প্রার্থীরা।এই জেলা পরিষদ আসনগুলিতে ১২ টির মধ্য বিজেপি ১৬ টি আসনে নমিনেশন জমা দেয়।তৃণমূল ও সব কটি জেলা পরিষদ আসনে নমিনেশন পত্র জমা।এদিকে মাতলা-১ও২,ইটখোলা পঞ্চায়েত গুলিতে বিরোধী যে গ্রাম সংসদ ও পঞ্চায়েত সমিতি আসনে নমিনেশন পত্র জমা দেয়নি সেখানে তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে চলতে থাকে সবুজ আবির খেলা।ফলে শুরু হয়ে যায় এক প্রকার বিজয় মিছিলে পরিনত হয়। এদিন ক্যানিং-১ পঞ্চায়েত সমিতিতে আসন সংখ্যা ২৯ টি।নমিনেশন পত্র জমা দিয়েছে তৃণমূল ৪০ টি,বিজেপি ১৭ টি,সিপিএম ১০ টি,কংগ্রেস ৪ টি,ফরওয়ার্ড ১ টি,এস ইউ সি আই ৩ টি, নির্দল ৪ টি।যে সব আসনে বিরোধীরা নমিনেশন জমা দিতে পারেনি পঞ্চায়েত সমিতিতে সেইগুলি হল ২, ৯,১০,১১,১৮,২৭ , ২৮, ২৯।এই সব আসনে বিনা প্রতিদ্বন্দ্বীতায়জয়ী তৃণমূলের প্রার্থীরা।

এদিকে ক্যানিং-১ ব্লকের মাতলা-২ গ্রাম পঞ্চায়েতের গ্রাম সংসদ আসন সংখ্যা ১৪ টি।এর মধ্যে একটিও আসনে নমিনেশন পত্র জমা দেয়নি বিরোধীরা।মাতলা-১ গ্রাম পঞ্চায়েতের গ্রাম সংসদ আসন সংখ্যা ৯ টি।এর মধ্যে বিরোধীরা নমিনেশন জমা দিয়েছে ৪ টি আসনে।ইটখোলা গ্রাম পঞ্চায়েতের গ্রাম সংসদ আসন সংখ্যা ২১ টি।এর মধ্যে বিরোধীরা ১২ টি আসনে বিরোধীরা কোন নমিনেশন পত্র জমা দেয়নি।ক্যানিং-১ ব্লকের গ্রাম সংসদ আসন সংখ্যা ১৯৬ টি।এরমধ্যে নমিনেশন পত্র জমা পড়েছে ৫২৩টি।তৃণমূলের ২৭২ টি,বিজেপি ১০১ টি,সিপিএম ৩৯ টি, কংগ্রেস ৩৪ টি,ফরওয়ার্ড ব্লক ৩ টি,আর এস পি ১ টি, নির্দল ৫৬ টি, অন্যান্য ১৭ টি নমিনেশন পত্র জমা পড়ে।অন্যদিকে বাসন্তী ব্লকে মোট গ্রাম সংসদ আসন সংখ্যা ২৩১ টি।মোট নমিনেশন পত্র জমা পড়েছে ৫৮০ টি।তৃণমূলের ২৭২ টি,বিজেপি ১২১ টি,আর এস পি ৬২ টি,সিপিএম ১৪ টি, কংগ্রেস ১২টি,নির্দল ৯৯ টি নমিনেশন পত্র জমা দেয়।বাসন্তী পঞ্চায়েত সমিতির আসন সংখ্যা ৩৯ টি। নমিনেশন পত্র জমা পড়ে ১১৭টি।এর মধ্যে তৃণমূলের ৫৫ টি, বিজেপি ২৮ টি,সিপিএম ২ টি, কংগ্রেস ৬ টি,আর এস পি ১৫ টি,নির্দল ১১ টি তে নমিনেশন পত্র জমা দেয়।তবে ৮ পঞ্চায়েত সমিতির আসনে বিরোধীরা প্রার্থী দেয়নি।এমনকি বাসন্তী ব্লকের চুনখালি গ্রাম পঞ্চায়েতের গ্রাম সংসদ আসন সংখ্যা ১৭ টি।এর মধ্যে ২ টি আসনে বিরোধীরা নমিনেশন পত্র জমা দেয়।ফলে ১৫ টি আসনে বিরোধী শূন্য।এমনকি কাঠালবেড়িয়া গ্রাম পঞ্চায়েতে ৮ টি গ্রাম সংসদ আসনে বিরোধীরা নমিনেশন জমা দিতে পারেনি এবং ঝড়খালি গ্রাম পঞ্চায়েতের গ্রাম সংসদ ৮ টি আসনে বিরোধীরা নমিনেশন জমা দেয়নি।