শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

একদিন বাড়াল মনোনয়ন জমার সময়সীমা

News Sundarban.com :
এপ্রিল ৯, ২০১৮
news-image

নির্বাচন কমিশন আরও এক দিন বাড়িয়ে দিল মনোনয়ন পত্র জমা দেওয়ার সময় । আগামীকালও সমস্ত জেলায় মনোনয়ন পত্র পেশ করা হবে। সমস্ত এসডিও এবং বিডিও অফিসে আগামী কাল মনোনয়ন পত্র জমা নেওয়া হবে।
সোমবার পর্যন্ত যেভাবে মনোনয়ন পত্র জমা নেওয়া হয়, সেই পদ্ধতিতেই আগামীকালও মনোনয়ন পত্র জমা নেওয়া হবে বলে খবর। জানা যাচ্ছে, আগামীকাল বিকেল ৩টে পর্যন্ত সমস্ত জেলায় মনোনয়ন পত্র জমা নেওয়া হবে। নির্বাচন কমিশনের তরফে ইতিমধ্যেই এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এদিকে পশ্চিমঙ্গের পঞ্চায়েত নির্বাচনে হস্তক্ষেপ করবে না সুপ্রিম কোর্ট। কিন্তু, সুষ্ঠুভাবে নির্বাচন করতে কমিশনকে সোমবার সাংবিধানিক দায়বদ্ধতা স্মরণ করায় শীর্ষ আদালত। পঞ্চায়েত নির্বাচন নিয়ে বিজেপির করা মামলায় সোমবার শীর্ষ আদালত স্পষ্ট জানায়, এ বিষয়ে কোনও হস্তক্ষেপ করবে না তারা। যদি কোনও প্রার্থী নির্বাচন কমিশনে গিয়ে অভিযোগ জানান, তাহলে পদক্ষেপ করতে হবে কমিশনকে।