মঙ্গলবার, ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

সব রাজ্যকে পিছনে ফেলে প্রথম সারিতে জায়গা করে নিয়েছে পশ্চিমবঙ্গের ‘মিশন নির্মল বাংলা

News Sundarban.com :
এপ্রিল ৮, ২০১৮
news-image

বাংলাকে ‘মডেল’ করবে কেন্দ্রীয় সরকার।পঞ্চায়েত এলাকায় শৌচালয় তৈরী ও ব্যবহারে দেশের সব রাজ্যকে পিছনে ফেলে প্রথম সারিতে জায়গা করে নিয়েছে পশ্চিমবঙ্গের ‘মিশন নির্মল বাংলা’। হাওড়ার অক্ষয়নগরে রাজ্যের সব জেলা থেকে বাছাই করা ১২০জন লোকশিল্পীকে নিয়ে পাঁচদিনের একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।পঞ্চায়েতের উদ্যোগে একশো শতাংশ সাফল্যের লক্ষ্যে এবার লোকশিল্পকে পাশে নিয়ে গ্রামের মানুষকে পাকা শৌচালয়ের প্রয়োজনীয়তা বোঝানোর চেষ্টা করছে। ছৌ, ভাওয়াইয়া, কীর্তনের মতো লোকগানের মাধ্যমে প্রচার চালাবে পঞ্চায়েত দপ্তর।এই প্রশিক্ষিত শিল্পীরা গ্রামে গ্রামে শৌচালয়ের ব্যবহারের উপকারিতা প্রচারের পাশাপাশি স্থানীয় লোকশিল্পীদের প্রশিক্ষণ দেবেন। এছাড়া নির্মল বাংলা মিশনের সার্বিক সাফল্যের জন্য পাশাপাশি চলছে পঞ্চায়েত দপ্তরের ধারাবাহিক নজরদারি। দুবছরে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত এলাকায় ৯৫ শতাংশ বাড়িতে শৌচালয়ের তৈরীর কাজ শেষ হয়েছে। অন্যান্য রাজ্যে এই কাজ হয়েছে গড়ে ৬৮-৭০ শতাংশ। পোস্টার, ফেস্টুন, ব্যানারের মাধ্যমে নির্মল বাংলার প্রচার চলবে।পঞ্চায়েত মন্ত্রী বলেছেন, কয়েকদিন আগে গ্রামোন্নয়ন দপ্তরের আধিকারিকরা রাজ্যে এসে পঞ্চায়েত দপ্তরের এই সাফল্যকে মান্যতা দিয়ে গেছেন।আগামী অর্থবর্ষের মধ্যেই নির্মল বাংলা প্রকল্পের আওতায় সব গ্রামবাসী শৌচালয়ের সুযোগ পাবেন।