শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

নেপালের পরিকাঠামোগত উন্নতিতে বড়সড় ভূমিকা নিতে চলেছে ভারত

News Sundarban.com :
এপ্রিল ৭, ২০১৮
news-image

নেপালের প্রধানমন্ত্রী কে পি ওলির সঙ্গে যৌথ সাংবাদিক সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়ে দেন নেপালের সব ধরনের উন্নতিতে সাহায্য করবে ভারত। ভারতকে নেপালের সঙ্গে জুড়তে তৈরি করা হবে রেলপথও।
শনিবার নেপালের প্রধানমন্ত্রী কে পি ওলির নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন মোদী। এরপর ভারত-নেপাল তেলের পাইপলাইনের ভিত্তিপ্রস্তরও স্থাপন করেন দুই দেশের প্রধানমন্ত্রী। এ দিন সাংবাদিক সম্মেলনে মোদী বলেন, নেপালের সঙ্গে রেল ‌যোগা‌যোগ স্থাপনের কাজ করবে ভারত। নেপালের পরিকাঠামো উন্নয়নে বেশ কয়েকটি ক্ষেত্র নিয়ে কথা হয়েছে। নিরাপত্তার ক্ষেত্রে ভাল সম্পর্ক রয়েছে দু’দেশের মধ্যে। অন্যদিকে, নেপালের প্রধানমন্ত্রী ওলিও দু’দেশের সুসম্পর্কের কথা বলেন । তিনি জানিয়েছেন, কৃষিক্ষেত্রে ভারত প্রভূত উন্নতি করেছে। সেখান থেকে অনেক কিছু শিখতে পারে নেপাল। কৃষি, রেল ও অন্যান্য যোগা‌যোগ ব্যবস্থার উন্নতি করতে হবে।