বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

রেলের ভুল ঘোষণা ধুন্ধুমার স্টেশনে

News Sundarban.com :
এপ্রিল ৪, ২০১৮
news-image

রেলের ভুল ঘোষণা এবং দেরিতে ট্রেন চলা। এই দুয়ের জেরে ধুন্ধুমার সোদপুর স্টেশনে।ট্রেন না থেমে বেরিয়ে যেতেই ক্ষোভে ফেটে পড়েন তাঁরা। রেল লাইনে নেমে চলে বিক্ষোভ। চলল রেল অবরোধ, ট্রেন ভাঙচুর। দু’ নম্বর প্ল্যটফর্মে ডাউন লালগোলা প্যাসেঞ্জার দাঁড়ানোর ঘোষণা সত্ত্বেও, তা না দাঁড়ানোয় ক্ষিপ্ত হয়ে ওঠেন যাত্রীরা। লাইনে দাঁড়িয়ে থাকা ট্রেন লক্ষ করে পাথর ছোঁড়া হয়। বন্ধ মেন লাইনে ট্রেন চলাচল ৷ বাতিল ১৫টি লোকাল ট্রেন ৷
যাত্রীদের অভিযোগ, সকাল থেকেই ধীরে চলছিল ট্রেন। অফিস টাইমের ব্যস্ত সময়ে লালগোলা প্যাসেঞ্জারের জন্য অপেক্ষা করছিলেন তাঁরা। এই স্টেশনে দীর্ঘদিন শিয়ালদহ-গেদে লোকাল দাঁড়ানোর দাবি যাত্রীদের। সেই দাবি এখনও পূরণ হয়নি। ৯টা ৫০ থেকে চলছে রেল অবরোধ ৷ অবরোধের জেরে বাতিল ১৫ জোড়া ইএমইউ লোকাল ৷ ২১ টি ইএমইউ লোকাল দেরিতে চলছে ৷ ৩টি এক্সপ্রেস ট্রেন দেরিতে চলছে ৷ কিছু ট্রেনকে অন্য রুটে ঘোরানো হয়েছে ৷
রেলের দাবি, গতকাল রাত থেকে হালিশহরে নন-ইন্টার লকিং সিস্টেমের কাজ চলছে। তার জেরে সকাল থেকে দেরিতে চলছে রানাঘাট-শিয়ালদহ শাখার ট্রেন।পূর্ব রেলের সিপিআরও রবি মহাপাত্র জানিয়েছেন ট্রেনের ভুল ঘোষণা হয়েছিল কিনা তা খতিয়ে দেখা হবে বলে ।