শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলি বিভিন্ন সংস্থার থেকে বকেয়া ঋণ হিসাব খাত থেকে মুছে দিয়েছে

News Sundarban.com :
এপ্রিল ৪, ২০১৮
news-image

রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলি বিভিন্ন সংস্থার থেকে বকেয়া ঋণ হিসাব খাত থেকে মুছে দিয়েছে । রাজ্যসভার সাংসদ ঋতব্রতের প্রশ্নে কেন্দ্র জানাল, ২০১৪-১৫ আর্থিক বছর থেকে সেপ্টেম্বর পর্যন্ত ২,৪১,৯১১ কোটি টাকার ঋণ হিসাবখাত থেকে মুছে ফেলা হয়েছে। তবে এতে ঋণখেলাপকারীদের কোনও লাভ হবে না। রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় জানতে চান, ২০১৭ সালের সেপ্টেম্বর পর্যন্ত ২.৪ লক্ষ কোটি টাকার কর্পোরেট ঋণ কি হিসাবখাত থেকে মুছে ফেলা হয়েছে? এব্যাপারে বিস্তারিত তথ্য চান তিনি। সেই প্রশ্নে কেন্দ্রীয় সরকার জানায়, আরবিআই আইন মেনে ২.৪ লক্ষ কোটি টাকার ঋণ হিসাবখাত থেকে মুখে ফেলা হয়েছে। কোন কোন সংস্থার ঋণ হিসাবখাত থেকে মুখে ফেলা হয়েছে তা গোপনীয়তা রক্ষায় প্রকাশ করা যাবে না। তবে অর্থমন্ত্রক জানিয়েছে, ঋণ মুছে ফেলা হলেও তা আদায় করা হবে। আইনি পথেই ঋণের টাকা ফিরিয়ে আনবে ব্যাঙ্কগুলি। এতে ঋণখেলাপকারীদের কোনও সুবিধাই হবে না।

আরও দেখুন