শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

ঢালাইয়ের চাঙড় ভেঙে মৃত্যু ছাত্রের

News Sundarban.com :
এপ্রিল ৩, ২০১৮
news-image

ঢালাইয়ের চাঙড় চাপা পড়ে মৃত্যু হল এক একাদশ শ্রেণীর ছাত্রের। মৃতের নাম প্রতীক চক্রবর্তী(১৭)। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগণার জেলার ক্যানিং থানার কলেজ মোড় এলাকায়।এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। একাদশ শ্রেণীর এই ছাত্রের মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

দিনকয়েক আগে ক্যানিংয়ের গার্লস স্কুল পাড়ার নিজের বাড়ি থেকে কলেজ মোড়ে মামার বাড়িতে বেড়াতে গিয়েছিল প্রতীক। সেখানে সোমবার সকালে মামাতো ভাইদের সাথে খেলা করার সময় একটি বল উঠে যায় মামার নির্মীয়মাণ বাড়ির সানসেটের ঢালাইয়ের উপর। সেই সময় উচ্চতা বেশী থাকায় প্রতীক লাফ দিয়ে ঐ সানসেটের উপর থেকে বলটি নামাতে যায়। সেই সময় ঐ পনেরো ফুট বাই তিন ফুটের লম্বা চাঙড়টি ভেঙে পরে প্রতীকের গায়ের উপর। ঘটনায় গুরুতর জখম হয় ঐ কিশোর। তড়িঘড়ি তাকে উদ্ধার করে স্থানীয় মানুষজন ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে এলে প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে । ছেলের মৃত্যুর খবর শুনে কার্যত দিশেহারা হয়ে পড়েন প্রতিকের বাবা পীযূষ চক্রবর্তী ও মা প্রভাতি চক্রবর্তী। ঘটনার তদন্ত শুরু করেছে ক্যানিং থানার পুলিশ। পুলিশের প্রাথমিক ধারনা ঢালাই দীর্ঘদিন ধরে পরে থাকার ফলে কমজোরি হয়ে পরেছিল, পাশাপাশি  বাড়ির দেওয়ালের ঐ ঢালাই ধরে রাখার মত পরিকাঠামো ছিল না। সেই কারণেই দুর্ঘটনাটি ঘটে। পুলিশ মৃতদেহ   ময়না তদন্তে পাঠিয়েছে।