ফের রাতের শহরে অগ্নিকাণ্ড

ফের রাতের শহরে অগ্নিকাণ্ড। উল্টোডাঙার ক্যানাল সার্কুলার রোডে একটি মশলার গুদামে আগুন লাগল। সেখানে শুকনো লঙ্কার গুঁড়ো মজুত করা ছিল। ঘ্টনাটি ঘটে সোমবার গভীর রাতে। ওই গুদামটিতে আগুন বেরোতে দেখে স্থানীয়রাই দমকলে খবর দেন। লঙ্কার গুঁড়োর ধোঁয়ায় শ্বাসকষ্ট দেখা দেয়। কয়েকজন অসুস্থও হয়ে পড়েন। এরপর অক্সিজেন মাস্ক পরে গুদামে ঢুকে আগুন নেভানোর কাজ শুরু করেন দমকলকর্মীরা। ঘটনাস্থলে আসে বিপর্যয় মোকাবিলা দল।প্রথমে দমকলের ৪টি ইঞ্জিন আসে। আগুন নিয়ন্ত্রণে আনতে না পারায়, পরে আরও ১১টি ইঞ্জিন আসে। কিন্তু, আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে বেশ বেগ পেতে হয় দমকলকর্মীদের। ঘটনার স্থলে আসেন ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনিন্দ্য রাউত। প্রায় আড়াই ঘণ্টা পর নিয়ন্ত্রণে আসে আগুন। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি।