ভয়াবহ অগ্নিকান্ড

এক ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটলো।ঘটনাটি ঘটেছে শনিবার রাতে দক্ষিণ ২৪ পরগণা জেলার ক্যানিং থানার ভারত সঞ্চার নিগম লিমিটেডে।এদিন রাত সাড়ে সাতটা নাগাদ স্থানীয় লোকজন প্রথমে ভারত সঞ্চার নিগম লিমিটেড অফিস থেকে আগুনের ফুলকি দেখতে পেয়ে তৎক্ষণাৎ দমকল কে খবর দেন। দমকলের দুটি ইঞ্জিন এসে প্রায় তিন ঘন্টার চেষ্টায় আগুন অায়ত্বে আনে।অফিসের এসি সহ অন্যান্য সমস্ত কিছু পুড়ে গিয়ে ভ্যাপসা দুর্গন্ধ ছড়াতে থাকে।তবে একই বিল্ডিংয়ের পাশেই অন্যান্য সরকারী অফিস গুলি আগুনের হাত থেকে রেহাই পেয়েছে।
ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
কিভাবে এমন অগ্নিকান্ডের ঘটনা ঘটলো সে বিষয়ে তদন্ত শুরু করেছে ক্যানিং থানার পুলিশ।