সোমবার, ২৯শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ

কার জন্য হলিউড ছাড়ছেন প্রিয়াংকা? চলছে আলোচনা

News Sundarban.com :
এপ্রিল ১, ২০১৮
news-image

হলিউড ছেড়ে দিচ্ছেন ‘কোয়ান্টিকো’ তারকা প্রিয়াংকা চোপড়া? কি কারণে, কার জন্য হলিউড ছাড়ছেন তিনি? এ নিয়ে চলছে বেশ আলোচনা।

২০১৬ সালে ‘জয় গঙ্গাজল’ নামে বলিউডের ছবিতে সর্বশেষ দেখা গেছে প্রিয়াংকা চোপড়াকে। এরপর থেকে তিনি বলিউডে অনুপস্থিত, ব্যস্ত টিভি সিরিয়াল কোয়ান্টিকো নিয়ে।

এনডিটিভি জানায়, ‘ভারত’ নামে একটি ছবি বানাচ্ছেন আলি আব্বাস। সেই ছবিতে অভিনয় করছেন প্রিয়াংকা। স্ক্রিপ্ট পড়ে ছবিতে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন তিনি।

কিন্তু বলিউড পাড়ার খবর হলো, দীর্ঘদিন ধরে সালমান খানের বিপরীতে অভিনয় করার জন্য মুখিয়ে আছেন প্রিয়াংকা। এবার সেই সুযোগ আর হাতছাড়া করতে চাইছেন না! কারণ, ‘ভারত’ ছবিতে অভিনয় করবেন সালমান খান।

যদি তাই হয়, তবে কোয়ান্টিকোর পরবর্তী পর্বে দেখা যাবে না প্রিয়াংকাকে। এটাকেই প্রিয়াংকার হলিউড ত্যাগ বলে উল্লেখ করছেন কেউ কেউ।