শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

এবার রেল কর্মীদের জন্য সুখবর

News Sundarban.com :
মার্চ ২৯, ২০১৮
news-image

বর্তমান ব্যবস্থায় রেল কর্মীরা ‘ফ্রি পাস’ পাওয়ায় এলটিসি পান না। এবার রেল কর্মীদের জন্য সুখবর। প্রথমবার অবকাশ ভ্রমণ ভাতা পাবেন রেল কর্মীরা। রেল কর্মীদের অবকাশ ভ্রমণ ভাতা দেওয়ার সুপারিশ করেছিল সপ্তম বেতন কমিশন। ওই সুপারিশ নিয়ে রেলমন্ত্রকের সঙ্গে আলোচনা করে কর্মিবর্গ মন্ত্রক। বৈঠকের পর সিদ্ধান্ত হয়েছে, এবার থেকে এলটিসি দেওয়া হবে রেলকর্মীদের। তবে এতে ট্রাভেল পাসের কোনও পরিবর্তন হচ্ছে না। বিশেষ ব্যবস্থায় এলটিসি পাবেন কর্মীরা।
নির্দেশিকায় আরও জানান হয়েছে, নিজের শহরে অবকাশ ভ্রমণ ভাতা পাবেন না রেলকর্মীরা। বিনামূল্যের টিকিট বা প্রিভিলেজ পাস না নিলে অবকাশ ভ্রমণ ভাতা পাবেন রেলকর্মীরা। প্রিভিলেজ পাস নিলে এলটিসি মিলবে না। প্রিভিলেজ পাসের ক্ষেত্রে নিষেধাজ্ঞা থাকলেও ডিউটি পাস, স্কুল পাস এবং চিকিত্সার জন্য বিশেষ পাস পাবেন তাঁরা। এলটিসি নিলেও এই পাসগুলিও বৈধ থাকবে।