জনপ্রিয় অভিনেতা ফারুক শেখের আজ ৭০তম জন্মবার্ষিকী

আজ ৭০তম জন্মবার্ষিকী জনপ্রিয় অভিনেতা ফারুক শেখের । ছোট ও বড় পর্দায় এই জনপ্রিয়া অভিনেতাকে জন্মদিনে শ্রদ্ধা জানান গুগল ডুডল।
১৯৪৮ সালে আজকের দিনেই গুজরাটের আম্রলিতে জন্মগ্রহণ করেন এই কিংবদন্তি অভিনেতা। সঞ্চলনা থেকে অভিনয় সবক্ষেত্রেই দক্ষতার ছাপ রাখেন ফারুক শেখ। ১৯৭৭-এ সত্যজিৎ রায় ‘শতরঞ্জ কি খিলাড়ি’ নামে প্রথম উর্দু ভাষার ছবি তৈরি করেন। সেই ছবিতেও অসামান্য অভিনয় দক্ষতার ছাপ রাখেন অভিনেতা। পাশাপাশি ‘চশমে বদ্দুর’, ‘নুরি’, ‘উমরাও জান’ ‘কথা’, ‘সাথ সাথ’, ‘কিসি সে না কেহেঙ্গে’ সহ একাধিক ছবিতে সাড়া জাগানো অভিনয় করেন ফারুক শেখ। ‘লাহোর’ নামক ছবিতে অভিনয়ের জন্য পার্শ্ব অভিনেতা হিসাবে জাতীয় পুরস্কার পান।সিনেমা জগতের সাথে সাথে ছোট পর্দাতেও সমান জনপ্রিয় ছিলেন ফারুক শেখ। জনপ্রিয় টক শো ‘জিনা ইসি কা নাম হ্যায়’, টেলি ধারাবাহিক ‘চমতৎকার’ , পাশাপাশি ‘তুমহারি অমৃতা ‘নামে নাটকের মঞ্চেও শাবানা আজমির বিপরীতে ফারুক শেখ যথেষ্ঠ জনপ্রিয়তা অর্জন করেন।