বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

চলতি মাসের ২৫ তারিখ খুলতে চলেছে আলিপুরদুয়ারে বন্ধ কোহিনুর চা-বাগান

News Sundarban.com :
মার্চ ২৩, ২০১৮
news-image

গত বছর ১৭ সেপ্টেম্বর উত্তরবঙ্গের আলিপুরদুয়ারের কোহিনুর চা-বাগান বন্ধ হয়ে যায়৷ আলিপুরদুয়ারে বন্ধ কোহিনুর চা-বাগান খুলতে চলেছে ৷ সম্প্রতি উত্তরবঙ্গে রাজ্যের সচিবালয় উত্তরকন্যায় এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ সূত্রের খবর, ওই চা-বাগান চলতি মাসের ২৫ তারিখ, অর্থাৎ আগামী সোমবার থেকে খুলছে৷ গত বছর আলিপুরদুয়ারের কোহিনুর চা-বাগান বন্ধ হয়ে যায়৷ শ্রমিক অসন্তোষের জেরেই ওই চা-বাগান বন্ধ হয়ে গিয়েছিল৷ তার পর থেকে একদিকে শ্রমিকরা যেমন আন্দোলন চালিয়েছেন চা-বাগান খোলার দাবিতে, তেমনই প্রশাসনের তরফে চা-বাগান কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে, তা পুনরায় চালু করার চেষ্টা করা হয়৷ প্রায় ছ’মাস পর সেই চেষ্টা ও আন্দোলনের সুফল পেতে চলেছেন শ্রমিকরা৷
সম্প্রতি জট খুলতে উত্তরকন্যায় একটি বৈঠক হয়৷ ওই বৈঠকে শ্রমিকদের প্রতিনিধিরা ছাড়াও মালিকপক্ষ ছিল৷ এর আগে এই চা-বাগান তিনবার বন্ধ হয়ে তিনবার খুলেছে৷ প্রতিবারই শ্রমিকদের মজুরি বকেয়া সংক্রান্ত বিষয় নিয়ে সমস্যা হয়েছে৷ এবারও তাই হয়েছিল৷ কিন্তু প্রশাসনের তরফে এবার কড়াভাবে জানিয়ে দেওয়া হয়, সমস্ত সমস্যা মিটিয়ে খুলতে হবে চা-বাগান৷ তার পরই ওই চা-বাগানের মালিকপক্ষ নতুন করে বাগান চালু করার সিদ্ধান্ত নেয়৷প্রশাসনের একটি সূত্র থেকে জানা গিয়েছে, আলিপুরদুয়ার জেলায় ৬৬টি চা-বাগান রয়েছে৷ ফলে চা-শ্রমিকরা ভোটারদের বড় অংশ৷ তাই পঞ্চায়েত ভোটের আগে, তাদের সন্তুষ্ট রাখতে চায় প্রশাসন৷ সেই কারণেই কড়া পদক্ষেপ করা হয়েছে বলে জানা গিয়েছে৷