বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

প্রত্যন্ত সুন্দরবনে স্কুল ছাত্র-ছাত্রীদের জুতো প্রদান

News Sundarban.com :
মার্চ ২১, ২০১৮
news-image

এক স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে স্কুল ছাত্র-ছাত্রী দের কে জুতো বিতরণ করা হল। মঙ্গলবার দুপুরে দক্ষিণ ২৪ পরগণা জেলার বাসন্তী ব্লকের “চুনাখালী ওয়েল ফেয়ার ফাউন্ডশান” এর উদ্যোগে ভাঙনখালী এলাকার বেশ কয়েটি স্কুলের ছাত্র-ছাত্রীদের কে জুতো প্রদান করা হয়। সংস্থার অধিকর্তা বিশিষ্ট সমাজসেবী তথা শিক্ষক আনোয়ার হোসেন মোল্ল্যা জানান “ দক্ষিণ ২৪ পরগণা জেলার পিছিয়ে পড়া এলাকার অন্যতম সুন্দরবনের বাসন্তী ব্লক। সেই বাসন্তী ব্লকের  পিছিয়েপড়া মানুষজন ছেলে মেয়েরা লেখাপড়ার জন্য স্কুলে যায় । অনেক ছাত্রছাত্রীর পরিবার অভাবের তাড়নায়  বইখাতা কিনতে পারলেও তাদের অধিকংশ  ছেলে মেয়েরা খালি পায়ে যাতায়াত করে। তাতে করে অনেকে নানান ধরনের রোগে আক্রান্ত হয়। যাতে করে সেইসব দরিদ্র শিশু ছাত্র ছাত্রীরা রোগে আক্রান্ত না হয় তার জন্যই আমাদের এই জুতো প্রদানের পরিকল্পনা”।
এদিন জুতো প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুন্দরবনের বিশিষ্ট কবি ও সমাজসেবী ফারুক অাহমেদ সরদার। তিনি বলেন “এদিন কয়েকটি বিদ্যালয়ের প্রায় ৫০০ ছাত্র ছাত্রীদের কে জুতো প্রদান করা হয়েছে। আগামী দিনে সুন্দরবনের আরো বেশ কিছু বিদ্যালয়ে এমন কর্মসুচি নেওয়া হবে”।
এদিন কচিকাঁচার নুতন জুতো পেয়ে আনন্দে মূখরিত।