শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ক্যানিংয়ে শ্রম দফতরের উদ্যোগে অসংগঠিত শিল্প ও স্বনিযুক্তি প্রকল্পে কর্মরত মহিলাদের কর্মস্থলে যৌন নির্যাতন নিয়ে সচেতনা শিবির

News Sundarban.com :
মার্চ ২১, ২০১৮
news-image

রোজগারের তাগিদে মহিলারা বিভিন্ন কর্মে বিভিন্ন স্থানে  নিযুক্তি হয়ে থাকেন। কর্মস্থলে ইদানিং মহিলাদের উপর নানান ভাবে অত্যাচার বেড়েছে,সাথে সাথে বেড়েছে যৌন নির্যাতনও।সেই নির্যাতন থেকে মুক্তি পেতে সংগঠিত শিল্প ও স্বনিযুক্তি প্রকল্পে কর্মরত মহিলাদের নিয়ে মঙ্গল ও বুধবার দুই দিনের এক শ্রম আইন ও কর্মস্থলে যৌন নির্যাতন সহ অন্যান্য নানান বিষয়ে এক সচেতনতা শিবির অনুষ্ঠান অনুষ্ঠিত হল।দক্ষিণ ২৪ পরগণা জেলার ক্যানিংয়ের সঞ্জয় পল্লীর SEDP ভবনে  অায়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রমদফতরের আধিকারিক জাভেদ আখতার,শ্রমদফতরের সহকারী আধিকারী আমানুল হক,অমল মজুমদার,ক্যানিং পশ্চিমের বিধায়ক শ্যামল মন্ডল,ক্যানিং মহিলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক মুনমুন চৌধুরী সহ অন্যান্যরা।
এদিন মূলত সকল শ্রেণীর অসংগঠিত শিল্প ও স্বনিযুক্তি পেশায় কর্মরত শ্রমিকদের জন্য আর্থিক সহায়তা প্রকল্পের ভবিষ্যনিধি,স্বাস্থ্য,শিক্ষা ও মৃত্যু সম্পর্কে কি ভাবে সরকারী সাহায্য সহায়তা পাওয়া যায় এবং বিভিন্ন স্থানে কর্মরত মহিলারা কর্মস্থলে বিভিন্ন সময়ে যৌন নির্যাতনের শিকার হয় থাকেন সেই বিষয়ে কিভাবে সরকারী আইনের সহযোগিতা পাওয়া যায় সেই বিষয়ের উপর আলোচনা হয়।এদিন অসংগঠিত শিল্প ও স্বনিযুক্তি পেশায় কর্মরত প্রায় ৫০ জন মহিলা শ্রমিক অংশ গ্রহণ করেন।