বৃহস্পতিবার, ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কলেজের উদ্যোগে শান্তি নিকেতনের সাথে সুন্দরবনের সংস্কৃতি বিনিময়

News Sundarban.com :
মার্চ ২০, ২০১৮
news-image

সুভাষ চন্দ্র দাশ

দক্ষিণ ২৪ পরগণার জেলার অন্যতম বিতর্কিত কলেজ বঙ্কিম সরদার কলেজ। গত দু’বছরে বহুবার এই কলেজে হয়েছে ছাত্র বিক্ষোভ। দিনের পর দিন একাধিকবার ছাত্র ছাত্রীরা বিভিন্ন দাবী দাওয়া নিয়ে কলেজের অধ্যাপক, অধ্যাপিকাদের ঘেরাও করে দেখিয়েছে বিক্ষোভ। যার জেরে কলেজে পড়াশোনার পরিবেশ নষ্ট হয়েছে বারে বারে। বিভিন্ন সময়ে জেলার স্কুল কলেজের অনুষ্ঠানে এলেই রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে ও এই কলেজ সম্পর্কে বিরক্তি প্রকাশ করতে দেখা গিয়েছে। এই সমস্ত বিতর্ককে পিছনে ফেলে কলেজে শিক্ষা ও সংস্কৃতির পরিবেশকে ফিরিয়ে আনতে উদ্যোগী হয়েছেন কলেজের অধ্যাপক অধ্যাপিকারা। সেই কারণেই বিশ্বভারতী শান্তিনিকেতনের সাথে নিজেদের সংস্কৃতি বিনিময়ের উদ্যোগ নিয়েছিল দক্ষিণ ২৪ পরগণা জেলার ক্যানিংয়ের বঙ্কিম সরদার কলেজ। সোমবার তাই সুন্দরবনের অন্যতম এই কলেজ প্রাঙ্গনে শান্তিনিকেতন পাঠ ভবনের জনা চল্লিশেক পড়ুয়া এখানকার পড়ুয়াদের সাথে নিজেদের সংস্কৃতির আদান প্রদান করলেন ‘সুন্দরমনে শান্তিনিকেতন’ অনুষ্ঠানের মাধ্যমে।
বিগত বেশ কয়েক বছরে এই কলেজে অ-ছাত্রায়ন হয়েছে সেই কারণেই কলেজে বারে বারে পড়াশোনার পরিবেশ নষ্ট হয়েছে বলে মনে করছেন কলেজ কর্তৃপক্ষ। তাই গত এক বছরের বেশী সময় ধরেই এই কলেজকে অ-ছাত্রায়ন মুক্ত করতে উদ্যোগ নিয়েছিল কলেজ কর্তৃপক্ষ। এ বিষয়ে কলেজ কর্তৃপক্ষ যথেষ্ট কড়া পদক্ষেপ ও গ্রহণ করেছেন এখানে পড়াশোনার পরিবেশ ফিরিয়ে আনতে। আর সেই উদ্যোগের মধ্যে আরও একটি পদক্ষেপ নেওয়া হয়েছিল এই কলেজের ছাত্র ছাত্রীদের বিভিন্ন প্রতিভা অন্বেষণ করা। কলেজের অন্তত কুড়িজন অধ্যাপক, অধ্যাপিকা দিনের পর দিন ছাত্রছাত্রীদের মেন্টরের ভূমিকা পালন করে এই কলেজে শিক্ষা ও সংস্কৃতির পরিবেশ ফেরানোর চেষ্টা করেছেন। এরপরই বিশ্বভারতী শান্তিনিকেতনের সাথে নিজেদের সংস্কৃতি বিনিময়ের প্রয়াস নিয়েছিলেন কলেজ কর্তৃপক্ষ। সেই জন্য গত ফেব্রুয়ারি মাসে শান্তিনিকেতনে গিয়ে নিজেদের সংস্কৃতির ছাপ রেখেছিলেন সুন্দরবনের ছেলে মেয়েরা। এবার শান্তিনিকেতনের পড়ুয়ারা এলেন সুন্দরবনে তাদের সংস্কৃতি সুন্দরবনের সুন্দরমনে মিলিয়ে দিতে। সোমবার বঙ্কিম সরদার কলেজ প্রাঙ্গনে ‘সুন্দরমনে শান্তিনিকেতন’ নামক অনুষ্ঠানে বিশ্বভারতীর ছাত্রছাত্রীরা পরিবেশন করলেন ‘আজি এ বসন্ত’ আর অন্যদিকে সুন্দরবনের ছাত্রছাত্রীরা পরিবেশন করলেন ‘সুন্দর সুন্দর কথায় সুন্দরী’। এই অনুষ্ঠানকে ঘিরে বঙ্কিম সরদার কলেজের সমস্ত ছাত্র ছাত্রীদের মধ্যে ছিল দারুন উন্মাদনা। অন্যদিকে নিজেদের সংস্কৃতির সাথে সুন্দরবনের ‘সোঁদা মাটি নোনা জলের’ সংস্কৃতি বিনিময় করতে পেরে খুশি শান্তিনিকেতন পাঠভবনের ছাত্রছাত্রীরাও।