শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

“পদ্মা অ্যাওয়ার্ড” এ সম্মানিত হল সুন্দরবনের কবি

News Sundarban.com :
মার্চ ১৮, ২০১৮
news-image

সুভাষ চন্দ্র দাশ

প্রধানমন্ত্রীর নিজস্ব দপ্তর(MyGov)আইডিয়া শেয়ার মন্ত্রনালয়ের পক্ষ থেকে গত ইংরাজী ১৩ নভেম্বর ২০১৭ তারিখে ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী যে তাঁর নোটবন্দী সহ নানান উন্নয়নমূখী প্রকল্পের পক্ষে সুনাম করে কবিতা,কার্টুন,ও ব্যঙ্গচিত্র ভিডিও সহ ১২০০ শব্দের মধ্যে লেখা লিখে “MyGov” ওয়েবসাইটে পাঠালে পুরষ্কার ও ’শংসাপত্র মিলবে। ১২৫ কোটি ভারতীয়দের মধ্যে প্রায় ১৫০০ জন কলম ধরেছে এই বিষয়ের উপর। প্রত্যন্ত সুন্দরবনের বাসন্তী ব্লকের  কবি তথা সমাজকর্মী ফারুক আহমেদ সরদার তেমনই বেশ কিছু কবিতা সহ সরকারের নোটবন্দী,এবং নানান উন্নয়নমূখী প্রকল্পের ভালো মন্দ মতামত লিখে এবং ভারতীয় নাগরিক হিসাবে কিছু ভাবনা চিন্তার কথা ওয়েবসাইটে পাঠান।এরপর ঐ ওয়েবসাইটে দীর্ঘ প্রায় পাঁচ মাস যাবৎ বিভিন্ন ক্যুইজের প্রশ্নের উত্তর দিয়ে আসছেন সুন্দরবনের কবি ফারুক আহমেদ সরদার। কবিতা ও মতামত আইডিয়া শেয়ার মন্ত্রনালয়ের MyGov ওয়েবসাইটে গৃহিত হওয়ায় দপ্তরের CEO,My Gov India র পক্ষ থেকে সুন্দরবনের কবিকে “পদ্মা অ্যাওয়ার্ড” প্রদান করা হয়।
’শংসাপত্র পেয়ে কবি ফারুক আহমেদ সরদার বলেন “সুন্দরবনের অবহেলিত মানুষজনের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী ও তাঁর দপ্তরের প্রতি আমার আন্তরিক কৃতঞ্জতা জানাই আমাকে ‘পদ্মা অ্যাওয়ার্ড’ সম্মান দেওয়ার জন্য।