শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কিছুদিনের মধ্যেই দেশের সব ট্রেনে সিসিটিভি ক্যামেরা ও ওয়াইফাইয়ের ব্যবস্থা করা হবে বলে জানালেন রেলমন্ত্রী

News Sundarban.com :
মার্চ ১৮, ২০১৮
news-image

দেশের সব ট্রেনে সিসিটিভি ক্যামেরা ও ওয়াইফাইয়ের ব্যবস্থা করা হবে বলে জানালেন রেলমন্ত্রী পীযূষ গয়াল। এর পাশাপাশি এও বলেন, ‘আমাদের সরকার দেশের সব রেলস্টেশন পরিচ্ছন্ন ও সুরক্ষিত রাখা এবং সবরকম সুবিধাযুক্ত করার বিষয়ে দায়বদ্ধ। আমরা সব ট্রেনে সিসিটিভি ক্যামেরা লাগানো এবং ওয়াইফাইয়ের সুবিধা পাওয়া যাবে।’লখনউয়ে এক অনুষ্ঠানে এই তিনি একথা জানান। সম্প্রতি রেলমন্ত্রক সিদ্ধান্ত নিয়েছে, তেজস ও শতাব্দী এক্সপ্রেস থেকে সব এলসিডি স্ক্রিন সরিয়ে নেওয়া হবে। যাত্রীরা প্রায়ই এলসিডি স্ক্রিন ভেঙে দিচ্ছেন। তেজস এক্সপ্রেস চালু হওয়ার পর থেকেই হেডফোন চুরি হয়ে যাচ্ছে। সেই কারণেই এই সিদ্ধান্ত নিয়েছে রেলমন্ত্রক। এরই মধ্যে নয়া ঘোষণা করলেন রেলমন্ত্রী। তিনি আরও বলেছেন, রায়বরেলির রেল কোচ তৈরির কারখানাকে বিশ্বের বৃহত্তম করে তুলবেন তাঁরা।