ভারতের সামনে ১৬৬ রানের টার্গেট রাখল বাংলাদেশ

ত্রিদেশীয় টি-২০ সিরিজের ফাইনালে বাংলাদেশের বিরুদ্ধে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিলেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। ভারতের সামনে ১৬৬ রানের টার্গেট রাখল বাংলাদেশ। বাংলাদেশের হয়ে শাব্বির রহমান ৫৫ বলে ৭০ রান করেন তিনি। তবে, শাব্বির বাদে বাংলাদেশের আর কোনও ব্যাটসম্যান তেমন সুবিধা করতে পারেননি। শেষ ওভারে কিছুটা চালিয়ে খেলার চেষ্টা করেন মেহদি হাসান (৭ বলে অপরাজিত ১৯)। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৬৬ রান করে বাংলাদেশ।
ভারতের দিকে সবচেয়ে সফল বোলার যযুবেন্দ্র চহাল। ১৮ রানের বিনিময়ে ৩ উইকেট তুলে নেন তিনি। দুটি উইকেট (৩৩ রানের বিনিময়ে) নেন জয়দেব উনাদকত। একটি উইকেট নেন ওয়াশিংটন সুন্দর।
এই ম্যাচে ভারতীয় দলে একটি বদল হয়েছে। মহম্মদ সিরাজের বদলে দলে এসেছেন জয়দেব উনাদকাট। বাংলাদেশ দলে কোনও বদল হয়নি। ভারতীয় দল- রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধবন, সুরেশ রায়না, দীনেশ কার্তিক, লোকেশ রাহুল, মণীশ পাণ্ডে, বিজয় শঙ্কর, ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, জয়দেব উনাদকাট ও যুজবেন্দ্র চাহল।