শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

পুরসভা ও পঞ্চায়েত এলাকায় বাড়ছে বার-রেস্তোরাঁর লাইসেন্স ফি

News Sundarban.com :
মার্চ ১৭, ২০১৮
news-image

কলকাতা পুরসভা-সহ ৭ কর্পোরেশন এলাকায় ১০ গুণ লাইসেন্স ফি বাড়ানোর সিদ্ধান্ত রাজ্য সরকারের।আগামী ১ এপ্রিল থেকে বাড়ছে বার-রেস্তোরাঁর লাইসেন্স ফি। বছরে ৫০ হাজার টাকা থেকে বেড়ে লাইসেন্স ফি হচ্ছে ৫ লক্ষ টাকা। মিউনিসিপ্যাল এলাকায় ফি বাড়ছে পাঁচ গুণ। বছরে ৪০ হাজার টাকা থেকে বেড়ে হচ্ছে ২ লক্ষ টাকা। পঞ্চায়েত এলাকায় লাইসেন্স ফি বাড়ছে তিন গুণ। বছরে ২০ হাজার থেকে বেড়ে হচ্ছে ৬০ হাজার টাকা। আগামী অর্থবর্ষে রাজ্য সরকার আবগারি শুল্ক বাবদ ১০ হাজার ৫০০ কোটি টাকা আদায়ের পরিকল্পনা নিয়েছে বলেই লাইসেন্স ফি বাড়ানোর সিদ্ধান্ত।