বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

 কোটি টাকা ব্যয়ে  গড়ে ওঠা জল প্রকল্প বিকল হয়ে পড়ছে ডায়মন্ড হারবারে

News Sundarban.com :
মার্চ ১৬, ২০১৮
news-image

গরম পড়তেই পানীয় জলের আকাল ডায়মন্ড হারবার পুরসভা এলাকায়৷কয়েক কোটি টাকা ব্যয়ে  গড়ে ওঠা জল প্রকল্প থেকে পাইপ  লাইনের মাধ্যমে প্রত্যেকটি ওয়ার্ডে পানীয় জল সরবরাহের ব্যবস্থা থাকলেও সেই জল পান করতে পারছেন না এলাকার বাসিন্দারা।অভিযোগ জলে নোংরার  পাশাপাশি লবনের মাত্রা বেশী থাকায় মুখে দিতে পারছেন না এলাকার বাসিন্দারা৷ অগ্যতা সেই হ্যান্ড টিউবওয়েলের উপরই  ভরসা করতে হচ্ছে এলাকার বাসিন্দাদের৷ এমনকি পুর এলাকার ওয়ার্ডগুলোতে হ্যান্ড   টিউবওয়েলের সংখ্যাটাও নিতান্তই কম থাকায় বেজায় সমস্যার সম্মুক্ষীনে  পুরসভার বাসিন্দারা৷ বারে বারে পুরসভাকে জানিয়েও কোন সমস্যা না মেলায় ক্ষোভে ফুঁসছেন এলাকার বাসিন্দারা৷ তবে বাসিন্দাদের এই সমস্যা নিয়ে সরব হয়েছে স্থানীয় বিজেপি নেতৃত্ব৷ বিজেপির টাউন সভাপতি দেবাংশু পান্ডা বলেন, ‘পুরসভার পরিকল্পনার অভাব ও গাফিলতির কারণে এই জল প্রকল্প বারে বারে বিকল হয়ে পড়ছে৷ এই সমস্যা সমাধানের জন্য কোন বিকল্প ব্যবস্থাও নিচ্ছে না পুরসভা৷ আদৌ কি হবে? তা কারোরই জানা নেই৷  দ্রুত সমস্যা সমাধান না হলে এলাকার বাসিন্দাদের নিয়ে আন্দোলোনে নামব৷’ তবে বাসিন্দাদের সমস্যার কথা স্বীকার করে নিয়ে পুরসভার চেয়ারম্যান মীরা হালদার বলেন, ‘জল প্রকল্পে নদী থেকে অপরিশোধিত জল তুলে পরিশোধন প্রক্রিয়ায় বেশকিছু সমস্যা দেখা দিয়েছে৷ দ্রুত সমস্যা  সমাধানের জন্য পুরসভার ইঞ্জিনিয়ারদের সঙ্গে কথা বলেছি৷ মেরামতের জন্য প্রায় ১৮ কোটি টাকা প্রয়োজন৷ বিষয়টি রাজ্য সরকারকে জানানো হয়েছে৷’