শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

মাধ্যমিক পরীক্ষা দিতে যাওয়ার সময় অপহরণ,খতিয়ে দেখছে পুলিস

News Sundarban.com :
মার্চ ১৪, ২০১৮
news-image

মাধ্যমিক পরীক্ষা দিতে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়েছিল। কিন্তু তারপর থেকে আর খোঁজ মেলেনি কোনও। অবশেষে পশ্চিম মেদিনীপুরের ঘাটালের ছাত্র উদ্ধার হল নিউ কোচবিহার স্টেশন থেকে। মঙ্গলবার রাতে নিউ কোচবিহার স্টেশন থেকে সুজিত বায়েন নামে ওই ছাত্রকে উদ্ধার করে জিআরপি। কিন্তু কীভাবে সে ঘাটালের পরীক্ষাকেন্দ্রে না গিয়ে কীভাবে সে নিউ কোচবিহার স্টেশনে পৌঁছল, তা নিয়ে সন্দেহ দানা বাঁধে তদন্তকারীদের।

তবে বয়ানে সুজিত জানিয়েছে, তাকে অপহরণ করেছিল এক গাড়ি চালক। সোমবার পরীক্ষা দিতে যাওয়ার সময় রেজিস্ট্রেশন সার্টিফিকেট নিতে ভুলে গিয়েছিল সে। সার্টিফিকেট আনতে তাই মাঝরাস্তা থেকে ফিরে যাচ্ছিল। ছাত্রটির দাবি, সেই সময় এক গাড়ির চালকের সাহায্য চায় সে। ওই চালকই তাকে অন্য রাস্তায় নিয়ে চলে যায়। সুজিতের দাবি, কাল তাকে কোচবিহার স্টেশনের কাছে নামিয়ে দিয়ে গেছে ওই চালকই। তবে কেনই বা সুজিতকে অপহরণ করা হল? কেন কোনও মুক্তিপণ চাওয়া হল না? কেনই বা অপহরণকারী নিজে থেকেই তাকে কোচবিহার স্টেশনে পৌঁছে দিয়ে গেল- সব মিলিয়ে যথেষ্টই ধোঁয়াশা রয়েছে এই ঘটনায়। সুজিতের দাবি কতটা ঠিক, খতিয়ে দেখছে পুলিস।