পাথরপ্রতিমায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ভস্মীভূত বাড়ি

ভর দুপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ আগুনে ভস্মীভূত বাড়ি। ঘটনাটি ঘটে পাথরপ্রতিমা থানা এলাকার ব্রজবল্লভপুরে। স্থানীয় সূত্রে খবর, বাড়ির মালিক মনোরঞ্জন বেরা ও পরিবারের লোকজন এদিন কেউ বাড়িতে ছিলেন না। প্রতিবেশীরা দুপুরে হঠাৎ বিস্ফোরণের আওয়াজ শুনতে পায়। এরপর দেখেন মনোরঞ্জন বেরার বাড়িটি আগুনে দাউ দাউ করে জ্বলছে। এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর চেষ্টা করে। কিন্তু আগুনে বাড়ীটি পুরোপুরি ভস্মীভূত হয়ে যায়। তবে কী ভাবে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে তার কারন জানা যায়নি।