শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

নতুন নিয়ম চালু করল চিনা সংসদ

News Sundarban.com :
মার্চ ১১, ২০১৮
news-image

নতুন নিয়ম চালু করল চিনা সংসদ।এতদিন দু’বারের জন্য কেউ চিনের প্রেসিডেন্ট হিসেবে থাকতে পারতেন। এবার সেই নিয়ম তুলে দিল চিনা সংসদ। এখন থেকে অনির্দিষ্ট কালের জন্য কেউ চিনের প্রেসিডেন্ট হিসেবে থাকতে পারবেন। ফলে সারা জীবনের জন্য প্রেসিডেন্ট হিসেবে থেকে ‌যাওয়ার রাস্তা পাকা করলেন শি জিনপিং।এই প্রস্তাবের পক্ষে ভোট পড়ে ২৯৬৮টি, বিপক্ষে মাত্র ২টি। নতুন এই সংবিধান সংশোধনীর ফলে মাও সে তুংয়ের পর এবার কোনও নেতার সামনে আজীবন প্রেসিডেন্ট হিসেবে থাকার সু‌যোগ এসে গেল। উল্লেখ্য, ১৯৫৪ সালে গঠিত হয় চিনা সংবিধান। তার পর থেকে মোট ৪ বার তা সংশোধন করা হল। সেদিক থেকে দেখতে গেলে এটাই বড়সড় সংশোধন। চিনা কমিউনিস্ট পার্টির জেনারেল সেক্রেটারি থেকে ২০১২ সালে দেশের প্রেসিডেন্ট হন শি জিনপিং। তাঁর আমলে দেশের অর্থনীতি একটা শক্ত ভিতের উপরে দাঁড়িয়েছে বলে মনে করে বিভিন্ন মহল।