শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

চালু হল জয়নগর থেকে হাওড়া নবান্ন বাস পরিষেবা

News Sundarban.com :
মার্চ ১১, ২০১৮
news-image

রবিবার জয়নগর থেকে হাওড়া নবান্ন বাস পরিষেবা চালু হল। এদিন অবশেষে জয়নগরের বিধায়ক শিক্ষক বিশ্ব নাথ দাসের উদ্যোগে জয়নগর থেকে হাওড়ার নবান্নগামী বাস পরিষেবা চালু হয়ে গেল রবিবার সকালে । এদিন সকালে জয়নগরের নিম পীঠ থেকে এই বাস পরিষেবার উদ্বোধন হয়। উপস্থিত ছিলেন বিধায়ক বিশ্ব নাথ দাস ,নিম পীঠের মহারাজ স্বামী সদানন্দজি , পরিবহন বিভাগের আধিকারিক অরুপ দত্ত , জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ আবু তাহের সরদার ,সাংসদ প্রতিনিধি খান জিয়াউল হক ,নেতা সুবল মণ্ডল । নিম পীঠ আশ্রম থেকে ৩ টি বাস, জয়নগরের দত্ত বাজার থেকে ৩ টি বাস মোট ৬ টি বাস ছাড়বে । জয়নগর থেকে ভায়া বারুইপুর ,গড়িয়া ,টালিগঞ্জ হয়ে বাস যাবে হাওড়ার নবান্নে । এই ৬ টি বাসের মধ্যে ২ টি বাস জয়নগর , মগরাহাট রুট ধরে যাবে হাওড়ার নবান্নে । বিধায়ক বিশ্ব নাথ দাস জানান , পরিবহন মন্ত্রি শুভেন্দু আধিকারির জন্য এই বাস চালু হতে পারলো ।মানুষের সম্যসার কথা মন্ত্রীকে জানিয়েছিলাম , জয়নগর থেকে মাত্র ৪৫ টাকায় পৌঁছে যাওয়া যাবে হাওড়ার নবান্নে ।