বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

সোমবার থেকে শুরু মাধ্যমিক পরীক্ষা

News Sundarban.com :
মার্চ ১০, ২০১৮
news-image

আগামি সোমবার থেকে শুরু মাধ্যমিক পরীক্ষা ৷ এবছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ১১ লক্ষ ২ হাজার ৯২১ ৷ ছাত্রদের তুলনায় ছাত্রীদের সংখ্যা বেশি ৷ ৪ লক্ষ ৮১ হাজার ৩৯৫ জন ছাত্রের পাশাপাশি এবছর ৬ লক্ষ ২০ হাজার ৭০৩ জন ছাত্রী পরীক্ষা দেবেন বলে মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে জানানো হয়েছে ৷ প্রতিটি পরীক্ষাকেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার বন্দবস্ত করা হয়েছে ৷ প্রত্যেক পরীক্ষাকেন্দ্রে থাকবে মেডিক্যাল ইউনিটও ৷ রাজ্যের প্রত্যেক জেলায় স্পর্শকাতর কিছু কেন্দ্র আছে ৷ সেখানে সিসি ক্যামেরায় নজরদারি চলবে৷ পরীক্ষাকেন্দ্রে ক্যালকুলেটর, মোবাইল নিষিদ্ধ করা হয়েছে ৷ এছাড়া পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় জানান, এ বছর অলচিকি ভাষাতেও মাধ্যমিক পরীক্ষা দেওয়া যাবে ৷ রাজ্যের মোট ৩৭টি স্কুলের ৮৩২ জন পড়ুয়া অলচিকিতে পরীক্ষা দেবেন ৷