বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

মেয়রপদ থেকে সরানো হচ্ছে শোভন চট্টোপাধ্যায়কে!

News Sundarban.com :
মার্চ ১০, ২০১৮
news-image

নজরুল মঞ্চে তৃনমূলের কোর কমিটির বৈঠক। সেখানে অসুস্থতার কারণ দেখিয়ে অনুপস্থিত ছিলেন কলকাতার মেয়র । তা নিয়ে নাকি ক্ষুব্ধ হন মুখ্যমন্ত্রী । তা হলে কি, মেয়রপদ থেকে সরানো হচ্ছে শোভন চট্টোপাধ্যায়কে! কিন্তু কেন? ওপর মহলে উঠ্ছে তা নিয়ে নানানপ্রশ্ন ,সুত্রের খবর অনুযায়ী, সপ্তাহখানেক আগে তৃণমূলের সাধারণ সম্পাদক সুব্রত বক্সির ভবানীপুরের অফিসে গিয়ে দলের প্রাথমিক সদস্যপদ থেকে ইস্তফা দেন শোভন চ্যাটার্জি। যদিও এব্যাপারে দলীয় সূত্রে সরাসরি কিছু জানা যায়নি। বিষয়টির সত্যতা স্বীকার করা হয়নি শাসকদলের তরফে। এরপর থেকেই জল্পনা শুরু হয়। আজ কোর কমিটির বৈঠকে না থাকায় তা আরও জোরদার হয়। সূত্রের খবর, কলকাতা পৌরনিগমের বাজেট পেশের পরই নাকি ইস্তফা দেবেন মেয়র। পাশাপাশি নতুন মেয়র হিসেবে শোনা যাচ্ছে দেবাশিস কুমারের নাম। জল্পনা, সরানো হচ্ছে ডেপুটি মেয়র ইকবাল আহমেদকেও। সেক্ষেত্রে ডেপুটি মেয়র হতে পারেন ৪৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রেহানা খাতুন।