শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বিপ্লব দেব আজ মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন

News Sundarban.com :
মার্চ ৯, ২০১৮
news-image

দীর্ঘ ২৫ বছরের বাম রাজত্ব অবসান ত্রিপুরায়। আজ থেকে রাম রাজত্ব শুরু। ত্রিপুরায় গঠিত হল প্রথম বিজেপি সরকার।রাজনৈতিক বিশৃঙ্খল পরিবেশর মধ্যে আজ ছিল শপথ গ্রহণ অনুষ্ঠান। আজ বেলা বারোটায় অসম রাইফেলস ময়দানে শুরু হয় শপথ গ্রহণ অনুষ্ঠান।রাজ্য বিজেপি সভাপতি বিপ্লব দেব আজ মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন। অনুষ্ঠানে উপস্থিত প্রধানমন্ত্রী ছিলেন নরেন্দ্র মোদী সহ গৈরিক শিবিড়ের প্রথম শ্রেনীর নেতারা। বিপ্লব দেবের পাশাপাশি উপ মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন জিষ্ণু দেববর্মা। গতকাল সন্ধেয় সিপিএমের রাজ্য দফতরে গিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারকে শপথগ্রহণ অনুষ্ঠানে থাকার আমন্ত্রণ জানিয়ে আসেন বিজেপি নেতা রাম মাধব ও ভাবী মুখ্যমন্ত্রী বিপ্লব। সন্ধেয় ত্রিপুরা বামফ্রন্টের বৈঠকে সিদ্ধান্ত হয়, রাজ্যে অশান্তির পরিবেশ হওয়া সত্বেও সংসদীয় গণতন্ত্রের প্রতি সম্মান জানাতে শপথগ্রহণ অনুষ্ঠানে হাজির থাকবেন মানিক সরকার সহ ৩ বাম বিধায়ক।