শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

পশ্চিমবঙ্গের প্রথ্ম মহিলা পরিচালিত স্টেশন পশ্চিম মেদিনীপুরে

News Sundarban.com :
মার্চ ৯, ২০১৮
news-image

পশ্চিমবঙ্গের প্রথ্ম মহিলা পরিচালিত স্টেশন পশ্চিম মেদিনীপুরের হিজলি। এর আগে মুম্বইয়ের মাতোঙগা ও চেন্নাই  সেন্ট্রালের দেশের মহিলা পরিচালিত স্টেশন হিসেবে পরিচালিত হল ।১৮৯৯ সালে ততকালীন বেঙ্গল পূর্ব রেলওয়ে এই স্টেশনে ট্রেন চালানো শুরু করেন । প্রথমে ব্রিটিশ তারপর ভারতীয়দের হাতে স্টেশন পরিচালনার ভার পরলে ও সমস্ত কাজের ভার থাকত পুরুষদের ওপর । দক্ষিণ ভারত থেকে উত্তর ভারতে যায় যেসব ট্রেন খড়্গপুরকে পাস কাটিয়ে হিজলি হয়ে যায়।
৯ই মার্চ থেকে মোটর বিভাগের দয়িত্বে কাজ করবেন মহিলারা  । এই উদ্যোগে মহিলারা খুব উচছুতিত  । ধাপে ধাপে হাওড়া-দিঘা এক্সপ্রেস পরিচালনার দায়িত্ব মহিলাদের হাতে দিতে চায় রেল কতৃপক্ষ। ।