শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

জীবন্ত দগ্ধ, মর্মান্তিক দুর্ঘটনা পাথরপ্রতিমায়

News Sundarban.com :
মার্চ ৯, ২০১৮
news-image

বিধ্বংসী আগুন লেগেছিল পাটকাটি গুদাম-‌সহ দোকান ও বাড়িতে। মালিক নিতাই শীট চেষ্টা করেছিলেন গোয়ালে থাকা পোষ্য গরুকে বাঁচাতে আগুনের মধ্যে গিয়ে ঢুকে পড়েছিলেন। কিন্তু সেই আগুন থেকে আর বের হতে পারেন নি নিতাইবাবু। জীবন্ত দগ্ধ হয়ে মারা যান মালিক নিতাই শীটি (‌৪৮)‌। বাবাকে বাঁচাতে গিয়ে জখম নিতাইয়ের ছেলে সুবল শীট স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন। সবমিলিয়ে ক্ষতির পরিমাণ প্রায় ২০ লক্ষের বেশী। বৃহস্পতিবার সকাল পর্যন্ত ধিকধিক করে আগুন জ্বলছিল। বুধবার রাতে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে পাথরপ্রতিমার দিগম্বরপুর পঞ্চায়েতের রামনগর আবাদে।

নিতাই শীটের পাটকাটির গুদামের সঙ্গেই বাড়ি। বাড়ির অন্যপাশে মুদি দোকান। বুধবার সন্ধেয় রান্না করছিলেন নিতাইবাবুর বৌমা মৌমিতা রাতের রান্না করছিলেন। পাটকাটি জ্বালিয়ে উনুনে রান্না করছিলেন তিনি। রান্না চলাকলীন ডিম নিতে দোকানে গিয়েছিলেন মৌমিতা। এইসময় উনুনের আগুন থেকে গুদামে মজুত পাটকাটিতে আগুন লেগে। আগুন দাউদাউ করে জ্বলছে থাকে। আগুন বাড়িতেও গ্রাস করে। তখনই বাড়িতে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। সিলিন্ডার বিস্ফোরণের পর পুরো এলাকায় আগুন ছড়িয়ে পড়ে। এইসময় গোয়ালে গুরুকে আগুনের হাত থেকে বাঁচানোর জন্য ঢুকেছিলেন নিতাইবাবু। কিন্তু সেই আগুনে তিনি আটকে পড়েন।