বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কুলপিতে হাতুড়ে ডাক্তারের ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু

News Sundarban.com :
মার্চ ৯, ২০১৮
news-image

৩ বছরের এক শিশুর মৃত্যুতে এক হাতুড়ে ডাক্তারের ভুল চিকিৎসার অভিযোগ তুলে উত্তাল হল কুলপির রমজান নগর এলাকা। বৃহস্পতিবার সকালে মৃত্যু হয় রামিজ খান নামে ওই শিশুর। মৃত্যুর পরেই ক্ষিপ্ত হয়ে ওঠেন রামিজের পরিবার ও এলাকার মানুষ। হাতুড়ে ডাক্তার গোপাল মিদ্দের ওপর চড়াও হয়। হাতুড়েকে নিগ্রহ করা হয় বলেও অভিযোগ। পরে কুলপি থানার পুলিস গিয়ে হাতুড়ে ডাক্তারকে উদ্ধার করে আনে। মৃত শিশুর পরিবারের অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার হয়েছে হাতুড়ে ডাক্তার গোপাল মিদ্দে। মৃত শিশুর দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।

কুলপির চণ্ডীপুর খাঁপাড়ার বাসিন্দা রহমতুল্লা খান। দর্জির কাজ করেন তিনি। রহমতুল্লার একমাত্র ছেলে রামিজ। তিন সপ্তাহ আগে রামিজের ডিপথোরিয়া ধরা পড়ে। প্রথমে কুলপি ব্লক হাসপাতালে ভর্তি করা হয় ওই শিশুকে। কুলপি হাসপাতালে কয়েকদিন চিকিৎসার পর ডায়মন্ড হারবার হাসপাতালে রেফার করা হয় রামিজকে। কিন্তু পরিবারের লোকজন ডায়মন্ড হারবার হাসপাতালে না নিয়ে গিয়ে স্থানীয় রমজাননগরের আহমেদ মেডিক্যাল হলে দেখান। সেখানে চিকিৎসা করেন হাতুড়ে গোপাল মিদ্দে। মোট ২৭ হাজার টাকায় শিশু সুস্থ করে দেবে বলে জানায় ওই হাতুড়ে। গত ১৭ দিন ধরে রমজান ওই বেআইনী নার্সিংহোমে ভর্তি ছিল। বৃহস্পতিবার কালে রামিজকে একটি ইঞ্জেকশন দেওয়ার কিছুক্ষণের মধ্যেই মারা যায়। এই ঘটনার পর ক্ষোভ গিয়ে পড়ে ওই হাতুড়ের ওপর।