শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তির দুগ্ধাভিষেক করা হবে: দিলীপ ঘোষ

News Sundarban.com :
মার্চ ৮, ২০১৮
news-image

শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তির ‘দুগ্ধাভিষেক’ কর্মসূচিকে ঘিরে ধুন্ধুমার কেওড়াতলা মহাশ্মশান। বিজেপি-তৃণমূলের মধ্যে সংঘর্ষে কার্যত রণক্ষেত্রের চেহারা নিয়েছে এলাকা। বুধবার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তিতে কালি লাগিয়ে দেয় কয়েকজন যুবক। একইসঙ্গে ভেঙে দেওয়া হয় মূর্তির চোখ, নাকও। তারপরই বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ঘোষণা করেন, বৃহস্পতিবার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তির দুগ্ধাভিষেক করা হবে। কারণ, ‘দেশদ্রোহীদের অপবিত্র স্পর্শ’ লেগেছে তাঁর মূর্তিতে।

পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ীই এদিন সকালে কেওড়াতলা মহাশ্মশানে জড় হন বিজেপি কর্মী-সমর্থকরা। শুরু হয় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তিকে দুধ দিয়ে স্নান করানো। অভিযোগ, সেইসময়ই তৃণমূল কংগ্রেস কর্মীরা চড়াও হন বিজেপি কর্মী-সমর্থকদের উপর। দুপক্ষের মধ্যে মারামারি বেধে যায়। ক্যামেরায় ধরা পড়ে হাতাহাতির ছবি। বিজেপির কর্মসূচি অনুযায়ী আঁটসাঁট নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল কেওড়াতলা মহাশ্মাশানে। মোতায়েন ছিল বিশাল পুলিসবাহিনী। কিন্তু অভিযোগ, পুলিসের সামনেই চলে মার। শ্মশানযাত্রী ছাড়া অপরিচিত কোনও ব্যক্তিকে দেখলেই মারধর করা হয় বলে অভিযোগ। আরও অভিযোগ, মহিলাদের উদ্দেশে কুকথা বলা হয় ও অশ্লীল মন্তব্য করা হয়।
বিজেপির দাবি, হামলার জেরে আহত হয়েছেন বেশ কয়েজন দলীয় কর্মী।