বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

অবসর নিলেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের প্রবীণ প্রফেসর জর্জ ডমিনগেজ

News Sundarban.com :
মার্চ ৭, ২০১৮
news-image

বহু জল্পনা পর অবশেষে অবসর নিলেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের প্রবীণ প্রফেসর জর্জ ডমিনগেজ। তাঁর বিরুদ্ধে একধিক যৌন নিগ্রহের অভিযোগ ওঠে। রবিবার, অভিযোগ খতিয়ে দেখার জন্য তাঁকে ছুটিতে পাঠিয়ে দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কিন্তু ইতি ম্ধ্যে ইমেইল মাধ্যমে ইস্তফাপত্র দেন ডমিনগেজ। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন শিক্ষকতা করা কালীন একাধিক বার ডমিনগেজের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ ওঠে।ক্রনিক্যাল অব হাইয়ার এডুকেশনের তরফে অভিযোগ আনা হয়, বেশ কিছু মহিলাকে জবরদস্তি চুমু খাওয়ার চেষ্টা করেন ডমিনগেজ। ক্রনিক্যালের দাবি অনুযায়ী, কমপক্ষে ১৮ জন মহিলার উপর যৌন হেনস্তা করেছেন এই প্রফেসর। কোনও কোনও ক্ষেত্রে গুরুতর অভিযোগও করা হয়। ক্রনিক্যালের রিপোর্ট অনুযায়ী, ১৯৮৩ সালে এক মহিলা প্রফেসরের বিরুদ্ধে গুরুতর যৌন হেনস্থার অভিযোগ ওঠে ডমিনগেজের বিরুদ্ধে। এমনকী, জোর করে যৌন হেনস্থা করেন বলে অভিযোগ ওঠে।