বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ভারত-শ্রীলঙ্কা ম্যাচ এর আগে শ্রীলঙ্কায় গোটা দেশজুড়ে ১০ দিনের জরুরি অবস্থা ঘোষণা করা হল

News Sundarban.com :
মার্চ ৬, ২০১৮
news-image

শ্রীলঙ্কায় গোটা দেশজুড়ে ১০ দিনের জরুরি অবস্থা ঘোষণা করা হল ৷ ভারত-শ্রীলঙ্কা-বাংলাদেশ ত্রিদেশীয় টি২০ টুর্নামেন্ট নিদাহাস ট্রফি শুরু হওয়ার দিনেই জরুরি অবস্থা ঘোষণা করা হল। যদিও টুর্নামেন্ট এখনই বাতিলের কোনও সম্ভাবনা নেই বলেই শ্রীলঙ্কা বোর্ড সূত্রে খবর ৷ বিসিসিআই কর্তা রাজীব শুক্লা ভারতীয় ক্রিকেটারদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে আর্জি জানিয়েছেন ৷ ক্যান্ডিতে বৌদ্ধ ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে দাঙ্গা ঘটার পরদিনই আর কোনও ঝুঁকি না নিয়ে দেশে জরুরি অবস্থা ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ সূত্রের খবর সাম্প্রদায়িক দাঙ্গা যাতে দেশের অন্য কোথাও না ছড়ায় তার জন্যই মঙ্গলবার একটি বিশেষ ক্যাবিনেট বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে ৷ শ্রীলঙ্কায় জরুরি অবস্থা চালু হওয়ার পরেই ত্রিদেশীয় সিরিজ নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে ৷ মায়ানমার থেকে রোহিঙ্গা মুসলিমরা অনেকাংশেই শ্রীলঙ্কায় ঢুকে পড়েছে বলে দাবি স্থানীয়দের ৷ দেশে বৌদ্ধ সম্প্রদায়ের মানুষ বিষয়টা সহজে মেনে নিতে নারাজ ৷ দেশে দাঙ্গা পরিস্থিতি তৈরি হওয়ায় এবার আর কোনও ঝুঁকি না নিয়ে ১০ দিনের জরুরি অবস্থা ঘোষণা করেছে শ্রীলঙ্কা সরকার ৷