বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

শুটিং এ সোনা জিতলেন হরিয়ানার মেয়ে মনু ভাকের

News Sundarban.com :
মার্চ ৫, ২০১৮
news-image

শুটিং স্পোর্টস ফেডারেশন আয়োজিত বিশ্বকাপ মঞ্চে প্রথমবার অংশ নিয়ে সোনা জিতলেন হরিয়ানার মেয়ে মনু ভাকের৷ এক ভারতীয় মেয়ে আরো একবার প্রমাণ করল জগত্ সভার শ্রেষ্ঠ আসন রইল ভারতেরই দখলে।মেয়েদের ১০ মিটার এয়ার পিস্তলে এই পদক জিতলেন তিনি৷ ২০১৮ ইয়ুথ অলিম্পিকে প্রথম ছাড়পত্র পেয়েছিলেন মনু৷
আয়োজক দেশ মেক্সিকোর তরফে দু দুবার এই খেতাব জয়ী আলেকজান্ডার জাভালাকে হারিয়ে সোনা জিতলেন মনু ভাকের। ২৪ শটের ফাইনালের শেষ শটটিতে ১০.৮ স্কোর করেন তিনি। মনুর মোট স্কোর দাঁড়ায় ২৩৭.৫৷
সোনা জেতার পর মনু জানান, এই জয় তাঁর কাছে খুবই তাত্পর্যপূর্ণ,কারন এটি তাঁর খেলোয়াড় জীবনের প্রথম বিশ্বকাপ। ভবিষ্যতে এর চেয়েও ভালো পারফর্মেন্স দেওয়ার প্রতিশ্রুতিও দেন তিনি। ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া (NRAI) এর প্রেসিডেন্ট রনীন্দর ভারতীয় শুটারদের এই জয়ে উচ্ছসিত,তিনি জানান, ‘ এটা একটা স্বপ্নের সূচনা’ ৷ভারতের ইংয় শুটাররা সর্বস্তরেই আশা জাগাচ্ছেন৷ বিশ্বকাপে শুটিং ইভেন্টে ৫টি পদক ঝোলায় ভরে পাঁচ নম্বরে রয়েছে ভারত৷
মহিলাদের ইভেন্টে ফাইনাল রাউন্ড শেষে দ্বিতীয় স্থানে আলেকজান্ডার জাভালা, স্কোর ২৩৭.১। এবং তৃতীয় স্থানে ফ্রান্সের সেলিন গোব্রেভিল, স্কোর ২১৭। ভারতের অপর এক প্রতিযোগী যশ্বসিনী সিং দেশওয়াল একটুর জন্য পদক হাতছাড়া হয়ে রয়ে গেলেন চতুর্থ স্থানে।