বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বিলাসবহুল ট্রেনগুলির ভাড়া ৫০ শতাংশ কমানো হবে

News Sundarban.com :
মার্চ ৫, ২০১৮
news-image

রোজকার একঘেয়ে জীবন থেকে কিছুটা মুক্তি আর একটু বিলাসব্যসনে সময় কাটানোর সুযোগ মধ্যবিত্তের হাতের মঠোয়।এই কাজে এগিয়ে আসতে চলেছে ভারতীয় রেল। রেল মন্ত্রকের তরফে জানানো হয়েছে প্যালেস অন হুইলস, গোল্ডেন চ্যারিয়ট, মহারাজা এক্সপ্রেসের মতো বিলাসবহুল ট্রেনগুলির ভাড়া ৫০ শতাংশ কমানো হবে।
মন্ত্রক সূত্রে খবর, রাজ্যগুলির পর্যটন বিভাগ ও আইআরসিটিসি বিলাসবহুল ট্রেনগুলির জন্য এতদিন মাল পরিবহণের জন্য যে খরচ বহন করে এসেছে,তা কমানো হচ্ছে। কারণ, এই ট্রেনগুলিতে বিদেশি পর্যটকদের সংখ্যা ইদানীং বেশ কম ভারতীয় রেল ও রাজস্থানের পর্যটন বিভাগ যৌথভাবে প্যালেস অন হুইলস ও রয়্যাল রাজস্থান ট্রেনদু’টি চালায়। যাত্রী সংখ্যা কম হওয়ায় দু’টি ট্রেন থেকে রাজস্ব আদায়ের পরিমাণ কমে গিয়েছে। বিলাসবহুল ট্রেনগুলির ভাড়া কমানো নিয়ে ১লা মার্চ বৈঠকে বসেছিল রেলবোর্ড। সেই বৈঠকেই ভাড়া কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।