শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

আই লিগ জিতলে সব দুঃখ ভুলে যাওয়া যাবে :আমনা

News Sundarban.com :
মার্চ ৫, ২০১৮
news-image

যুদ্ধ বিধ্বস্ত সিরিয়া ছেড়ে ফুটবলার হওয়ার স্বপ্নে একসময় মিশরে চলে গিয়েছিলেন মোহামেদ আল আমনা। আই লিগ জিতে সিরিয়ার সেই দুঃখ এবার ভুলতে চান ইস্টবেঙ্গলের ফুটবলারটি।

গোটা সিরিয়া এখন কার্যত ধ্বংসস্তুপ, মৃত্যুমিছিল। মারণ বোমার বিস্ফোরণ, বারুদের গন্ধ, স্বজনহারার আর্তনাদ সর্বত্র। পূর্ব ঘৌটা এখনও বিদ্রোহীদের দখলে। সিরিয়ার সাম্প্রতিক ছবি দেখে এখনও আঁতকে ওঠেন আমনা।

সিরিয়ার গৃহযুদ্ধ তাঁর ভাইকে কেড়ে নিয়েছে । শৈশবের সঙ্গীদের অধিকাংশ যুদ্ধে প্রাণ হারিয়েছেন। সিরিয়া প্রসঙ্গে মুখ খুললেন তিনি। আমনা বলেন, ” সিরিয়ার যুদ্ধের ছবিগুলো দেখে রাতে ঘুমোতে পারি না । ফুটবলটাই আমাকে সবকিছু ভুলিয়ে দেয়। তাই ফুটবলের বাইরে অন্য কিছু নিয়ে এখন ভাবছি না । আই লিগ জিতলে সব দুঃখ ভুলে যাওয়া যাবে ।”