মঙ্গলবার, ১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

সুন্দরবন জঙ্গলে মৎস্যজীবী কে বাঘে তুলে নিয়ে গেল

News Sundarban.com :
মার্চ ২, ২০১৮
news-image

সুভাষ চন্দ্র দাশ

বাঘের আক্রণের শিকার হলেন এক ৎস্যজীবী।ঘটনাটি ঘটেছে শুক্রবার দক্ষিণ ২৪ পরগণা জেলার সুন্দরবনের পীরখালি ২নং জঙ্গলের মনসাখালি খালের পাড়ে।এদিন নদীতে কাঁকড়া ধরার সময় কৃষ্ঞ পদ মন্ডল (৫৫)নামে এক মৎস্যজীবী কে বাঘে তুলে নিয়ে যায়।ঘটনার সয়ম কৃষ্ঞপদ বাবুর সাথে আরো দুই সঙ্গী থাকলেও তারা বাঘের সাথে লড়াই করে শেষ পর্যন্ত কৃষ্ঞপদ বাবু কে ফিরিয়ে আনতে পারেননি।গত বুধবার বাসন্তীর ঝড়খালি গ্রাপঞ্চায়েতের ত্রিদিবনগর গ্রাম থেকে কাঁকড়া ধরার জন্য তিনজন মৎস্যজীবী শঙ্কর সরদার,বনিন্দ্র মন্ডল,কৃষ্ঞপদ মন্ডল সুন্দরবনে গিয়েছিলেন।গত দুদিন সবকিছু ঠিকঠাক থাকলেও শুক্রবার সকালে নৌকা থেকে জঙ্গলের পাড়ে  তিনজন যখন কাঁকড়া ধরছিলেন ঠিক সেই সময় জঙ্গল থেকে একটি বাঘ বেরিয়ে এসে আচকা হামলা করে কৃষ্ঞপদ বাবুর উপর।টানা হেঁচড়া করে কৃষ্ঞপদ বাবু কে নিয়ে জঙ্গলে ঢুকে যায়।তার চিৎকারে দুইসঙ্গী বাঘের সাথে আপ্রাণ লড়াই চালিয়েও সঙ্গীকে উদ্ধার করতে ব্যর্থ হন।কার্যত চোখের সামনে সঙ্গীকে তুলে নিয়ে যাওয়া মুষড়ে পড়েন দুইসঙ্গী।এই ঘটনার পর শুক্রবার দুপুরে দুই সঙ্গী গ্রামে ফিরে ঘটনার কথা জানান।ঝড়খালি ত্রিদিব নগর গ্রামে এমন খবর পৌঁছাতেই এলাকায় শোকের ছায়া নেমে আসে।ঘটনার তদন্ত শুরু করেছে বনদফতর।