শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

চলে গেলেন হাওয়াহায়াই গার্ল

News Sundarban.com :
ফেব্রুয়ারি ২৫, ২০১৮
news-image

চলে গেলেন হাওয়াহায়াই গার্ল ।৫৪তে থমকে গেল জীবন রেখা।শনিবার রাত সাড়ে ১১টা নাগাদ দুবাইয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় বলি অভিনেত্রী শ্রীদেবীর।পারিবারিক বিবাহ অনুষ্ঠানে দুবাইয়ে গিয়েছিলেন তিনি। সঙ্গে ছিলেন স্বামী বনি কপূর ও ছোট মেয়ে খুসী। সেখানেই অসুস্থতা বোধ করেন।রেখে গেলেন অসংখ্য গুণমুগ্ধ দর্শককে।তাঁর মৃত্যুতে শোকের ছায়া বি-টাউনে। খবর আসে মুম্বাইএ।এর পরই টুইট বার্তায় শোক প্রকাশ করেন সহ অভিনেতা-অভিনেত্রী থেকে শুরু করে বলিউডে তাঁর গুণমুগ্ধরা।১৩ অগস্ট ১৯৬৩ দক্ষিণ ভারতে তাঁর জন্ম। ১৯৭৫-এ জুলি ছবিতে শিশুশিল্পী হিসেবে বড় পর্দায় তাঁর যাত্রা শুরু। ১২৫টিরও বেশী হিন্দী ছবিতে অভিনয় করেছেন তিনি। ৮০ ও ৯০ এর দশকের বলিউড দাপিয়েছেন সকলের পরিচিত দুষ্টু মিষ্টি চাঁদনি ।শেষ মুক্তি পাওয়া হিন্দি ছবি ‘মম’। হিন্দির পাশাপাশি দক্ষিণের সিনেমাতেও দক্ষতার সঙ্গে অভিনয় করেছেন তিনি। ২০১৩ সালে অভিনয়ের জন্য পেয়েছেন পদ্মশ্রী সম্মান। তাঁর অভিনীত কিছু উল্লেখযোগ্য সিনেমা সদমা, মিস্টার ইন্ডিয়া, হিম্মতওয়ালা, চাঁদনি, নাগিনা, চালবাজ, লমহে, খুদাগওয়া।এরপর বেশ কিছুদিনের বিরতি ফিরলেন ইংলিশ উইংলিশের হাত ধরে।অভিনয়ের পাশাপাশি সেই সময় গানের সাথে নাচেও মন ভরিয়েছেন তিনি।মানুষ শ্রীদেবীও ছিলেন সকলের বড় প্রিয়।ভাষা সমস্যা থাকলেও কোনো দিন বুঝতে দেননি পর্দার এপারে থাকা মানুষ গুলোকে। নায়িকার অকাল প্রয়াণ সদমা দিয়ে গেল গোটা বি-টাউনকে।সকাল থেকেই গুণমুগ্ধরা তাঁর বাড়ির সামনে ভীড় জামিয়েছেন প্রিয় অভিনেত্রীকে শেষবারের মত চোখের দেখা দেখতে।অন্তিম সত্কারের জন্য প্রয়াত অভিনেত্রীর দেহ মুম্বইতে নিয়ে আসা হচ্ছে।