শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

শুরু হল ১৭তম ক্যানিং মহকুমা বইমেলা

News Sundarban.com :
ফেব্রুয়ারি ২৪, ২০১৮
news-image

শুরু হল ক্যানিং মহকুমা বই মেলা।বৃহষ্পতিবার সন্ধ্যায় ক্যানিং ষ্টেশন সংলগ্ন রেলমাঠে অনুষ্ঠিত ক্যানিং পল্লব সাহিত্য পত্রিকা গোষ্ঠী আয়োজিত ১৭ তম বর্ষের ক্যানিং মহকুমা বইমেলার উদ্বোধন করেন মাতলা১নং গ্রাম পঞ্চায়েত প্রধান তপন সাহা।  এদিন বই মেলায় প্রধান অতিথী ছিলেন চিত্র পরিচালক রাজা সেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ,বিশিষ্ট সমাজসেবী সত্যনারায়ণ পার্শী,বেলুড় উচ্চবিদ্যালয়ের বিশিষ্ট শিক্ষক সুবল নস্কর সহ বিশিষ্ট অতিথী বর্গ।ক্যানিং মহকুমা বই মেলার অন্যতম আহ্বায়ক কার্তিক দাস বলেন “সুন্দরবনের অন্যতম প্রবেশদ্বার ক্যানিং। নদীনালা,ছোট বড় দ্বীপ সমষ্টিবেষ্টিত এলাকায় মানুষের বসবাস।প্রত্যন্ত এলাকার বেশীর ভাগ মানুষজন অর্থনৈতিক সমস্যা এবং সময়ের অভাবের জন্য কলকাতায় যেতে পারেন না।সেই প্রত্যন্ত মানুষজনের কথা মাথায় রেখে তাঁরা যাতে মেলায় ঘুরে নিজের ইচ্ছা মতো বই কিনে কিছু জানার চেষ্টা করেন সেই মহৎ উদ্দেশ্যে অামাদের এই বই মেলার আয়োজন।বইয়ের পাশাপাশি মেলায় প্রতিদিন থাকছে অঙ্কন,নাটক,ক্যুইজ,যেমন খুশি সাজো,নৃত্য,পুতুলনাচ,বাউল গান,ভাটিয়ালি গান সহ নানান ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান”।
মেলা আয়োজক কমিটি সুত্রে জানা গেছে মেলা প্রাঙ্গণে কলকাতা নামী প্রকাশক সংস্থার বেশ কিছু ষ্টল সহ মোট ৩৫ ছোট-বড় বইয়ের ষ্টল রয়েছে।এদিন মেলার সূচনা অনুষ্ঠানের পর রাজা সেন পরিচালিত সুন্দরবন নিয়ে ছায়াছবি “সুন্দরবন” প্রদর্শিত হয়।মেলা চলবে আগামী ২৮ ফেব্রুয়ারী পর্যন্ত।