শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

রাতের অন্ধকারে প্রতিবন্ধী শিশুপুত্র কে ফেলে পালিয়ে গেল ‘মা’

News Sundarban.com :
ফেব্রুয়ারি ২৩, ২০১৮
news-image

একরত্তি প্রতিবন্ধী শিশুপুত্রকে ফেলে পালিয়ে গেল ‘মা’। ঘটনাটি ঘটেছে বুধবার রাতে দক্ষিণ ২৪ পরগণা জেলার ঝড়খালি কোষ্টাল থানার নফরগঞ্জ ২ নম্বরে।স্থানীয় সুত্রে জানা গেছে বুধবার রাতে পাশের গ্রামে একটি  হরিনাম সংকীর্তন চলছিল।সেখান থেকে হরিনাম সংকীর্তণ শুনে বুধবার রাতে বাড়ী ফিরছিলেন শিবানী মিস্ত্রী।সেই সময় একটি শিশুপুত্র কোলে নিয়ে শিবানীদেবীর পিছু নেয় অপর এক মহিলা।শিবানীদেবী অঞ্জাতপরিচয় ঐ মহিলার সাথে কথা বলতে তিনি কান্না ভেঙে পড়েন এবং শিবানীদেবীর কাছে রাতে থাকার অনুরোধ করেন।শিবানী দেবী সেই মতো তাঁর বাড়ীতে  মা ও শিশুকে আশ্রয় দেয়।শিবানী দেবী এবং তার স্বামী নিরাপদ মিস্ত্রী বৃহষ্পতিবার সকালে ঘুম থেকে উঠে দেখেন শিশুটির মা নেই।এরপর অনেক খোঁজাখুজি করে না পেয়ে নিরাপদ বাবু স্থানীয় পঞ্চায়েতে ঘটনার কথা জানালে পঞ্চায়েত থেকে ঝড়খালি কোষ্টাল থানায় জানানো হয়।পরে কোষ্টাল থানার পুলিশ গিয়ে শিশুটিকে উদ্ধার করে। ঝড়খালি কোষ্টাল থানার ভারপ্রাপ্ত আধিকারিক অভিজিত পাল জানান “রছর দুয়ের এক প্রতিবন্ধী শিশু উদ্ধার করে ক্যানিং চাইল্ড লাইনের হাতে তুলে দেওয়া হয়েছে এবং শিশুটির মায়ের খোঁজ চলছে।”
ক্যানিং চাইল্ড লাইনের সদস্য বান্টী মুখার্জী বলেন “সম্ভবত খুব দরিদ্র পরিবার এবং শিশুটি প্রতিবন্ধী হওয়ার কারনে সুযোগ বুঝে ফেলে রেখে পালিয়েছে তার মা”।