শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

এবার কি পাকিস্তানে হিন্দু মহিলা সেনেটর ?

News Sundarban.com :
ফেব্রুয়ারি ২১, ২০১৮
news-image

আগামী ৩রা মার্চ সিন্ধ প্রদেশের বিধানসভা নির্বাচন।পাকিস্তানের আইনসভার উচ্চকক্ষ সেনেটের একটি আসনের নির্বাচনে কোহলি সম্প্রদায়ের মহিলা কৃষ্ণা কুমারীকে প্রার্থী করেছে পাকিস্তান পিপল’স পার্টি। সংখ্যালঘুদের জন্য সংরক্ষিত একটি আসনে এই মহিলাকে প্রার্থী করা হয়েছে। নির্বাচনে কৃষ্ণা জিতলে তিনিই হবেন পাকিস্তানের সেনেটের প্রথম হিন্দু মহিলা সদস্য।
১৯৭৯ সালের ফেব্রুয়ারিতে সিন্ধ প্রদেশের থর জেলার একটি প্রত্যন্ত গ্রাম নাগরপার্কারে জন্ম হয় কৃষ্ণার। বাবা ছিলেন গরিব কৃষক। নবম শ্রেণিতে পড়ার সময় ১৬ বছর বয়ে কৃষ্ণার বিয়ে হয়ে যায়। বিয়ের পরেও পড়াশোনা বজায় রেখে ২০১৩ সালে সিন্ধ বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে মাস্টার ডিগ্রি করেন তিনি। জন্ম থেকেই লড়াই করে চলা এই মহিলা এবার নয়া নজির গড়তে চলেছেন।