শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ত্রিপুরায় বিধানসভা নির্বাচনে, ৫৯ আসনে ভোটগ্রহণ

News Sundarban.com :
ফেব্রুয়ারি ১৮, ২০১৮
news-image

আজ ত্রিপুরায় বিধানসভা নির্বাচন। আজ ৫৯ আসনের জন্য ভোটগ্রহণ করা হবে। ত্রিপুরায় পঁচিশ বছর ধরে ক্ষমতা সিপিএম ।২০১৩ সালের ভোটে ত্রিপুরায় পঞ্চাশটি আসনে জয়লাভ করে সিপিএম। কংগ্রেস পায় দশটি আসন। কংগ্রেসকে পিছনে ফেলে এবার সিপিএম-এর মূল প্রতিদ্বন্দ্বী বিজেপি।সিপাহীজলার ধানপুর থেকে এবারও প্রতিদ্বন্দ্বি মুখ্যমন্ত্রী মানিক সরকার। তাঁর বিপরীতে বিজেপি প্রার্থী দলের সাধারণ সম্পাদকT প্রতিমা ভৌমিক এবং কংগ্রেসের লক্ষ্মী নাগ।  বাম প্রার্থী রমেন্দ্র নারায়ন দেববর্মার মৃত্যুর কারণে চড়িলাম আসনে ভোটগ্রহণ স্থগিত রাখা হয়েছে।ওই আসনে ১৫ মার্চ ভোট গ্রহণ করা হবে।
২০১৩ বিধানসভা নির্বাচনে বিজেপি মাত্র দেড় শতাংশ ভোট পেলেও পরের বছর লোকসভা নির্বাচনে প্রায় ছয় শতাংশ ভোট পায় তারা। এবার আইপিএফটিকে সঙ্গী করে জোর টক্কর দিচ্ছে বিজেপি। ভোট ঘিরে রাজ্যে কড়া নিরাপত্তার বন্দোবস্ত করেছে নির্বাচন কমিশন। ভোটের ফল ঘোষণা ৩ মার্চ।