ফের বাইপাসে দুর্ঘটনা, মৃত ১

ফের বাইপাসে দুর্ঘটনা। আর তাতেই মৃত্যু হল একজনের। মৃত নাম সায়ন্তন বিশ্বাস, সে শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্র।ঘ্ট্নাটি ঘ্টে মা ফ্লাইওভার থেকে নামার পরই ডিভাইডারে ধাক্কা মারে স্মার্ট ক্যাব। ওই গাড়িতে ছিলেন শিবপুরের আরও তিন পড়ুয়া। আন্দুল রোড থেকে স্মার্ট ক্যাব বুক করে নিউটাউন যাচ্ছিলেন তাঁরা। মেট্রোপলিটন বাসস্টপের কাছে হঠাতই নিয়ন্ত্রণ হারায় গাড়িটি। আহত ছাত্রদের ভর্তি করা হয় বাইপাস লাগোয়া দক্ষিণ কলকাতার একটি হাসপাতালে।
সায়ন্তন বিশ্বাস তিনি চালকের পিছনের সিটে বসেছিলেন। তাঁর মাথায় গুরুতর আঘাত লেগেছিল। আহত আরেক ছাত্র সুদাম পাণ্ডের কোমরে চোট লেগেছে। আহত আরও দুই ছাত্র হলেন মহম্মদ পারভেজ মুশারফ ও শুভদীপ প্রধান।