মঙ্গলবার, ১৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

মুম্বইয়ে স্যানিটারি প্যাড যন্ত্র বসালেন খিলাড়ি

News Sundarban.com :
ফেব্রুয়ারি ১৭, ২০১৮
news-image

সমাজে চারপাশ্টা আধুনিকতার মোড়কে মোর, এর সাথে অন্ধকুসংস্কার এর দিকটি ও সুস্প্ষ্ট। যেমন প্রদীপের তলাটি অন্ধ্কার। নানান কুসংস্কার বেড়াজালে আবদ্ধ সমাজ, বিশেষ করে মেয়েদের পায়ে বেড়ি এই কুসংস্কার। ঋতুস্রাব নিয়ে সমাজে প্রচলিত কুসংস্কার দূর করতে, সচেতনতা বাড়াতেই ‘প্যাডম্যান’ বানিয়েছেন অক্ষয়। তবে এই সচেতনতা শুধু সিনেমার পর্দাতেই বেঁধে রাখতে রাজি নন খিলাড়ি। ছড়িয়ে দিতে চান সমাজের বিভিন্ন প্রান্তেও প্রতিটি স্তরে। আর সেকারণেই বোধহয় সেন্ট্রাল মুম্বইয়ের এসটি বাস ডিপোয় শিবসেনা চেয়ারপার্সন আদিত্য ঠাকরের সঙ্গে যৌথ উদ্যোগে স্যানিটারি ন্যাপকিনের যন্ত্র বসালেন আক্কি। তবে শুধু মুম্বইয়ের বাস ডিপোতেই নয়, ধীরে ধীরে এই যন্ত্র মহারাষ্ট্রের সহ গোটা দেশের বিভিন্ন প্রান্তে বসানোর কথা ভাবা হচ্ছে বলে জানান অক্ষয়। অক্ষয়ের এই মহৎ উদ্যোগের প্রশংসায় পঞ্চমুখ আদিত্য ঠাকরেও। খুব তাড়াতাড়ি এই যন্ত্রের সংখ্যা ১০০ ছোঁবে বলা জানান তিনি।ইতিমধ্যেই বক্স অফিসে বেশ ভালোই সাড়া ফেলেছে অক্ষয়র ‘প্যাডম্যান’। ইতিমধ্যেই এর ব্যবসা ৬০ কোটি ছাড়িয়েছে।