যাকে আমি ভালোবাসি তার থেকে দূরে সরে যাই :রেখা

বলিউডের অন্যতম সেরা লাস্যময়ী রোম্যান্টিক অভিনেত্রী তাঁর জীবনের প্রেম ও স্বপ্নভঙ্গ নিয়ে অনেক কথাই বললেন। এই লাস্যময়ী অভিনেত্রী সম্পর্ক নিয়ে একটা সময় প্রবল জল্পনায় বলিউড, অমিতাভ বচ্চনের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে কম গুঞ্জন হয়নি।গত শুক্রবার সন্ধেয় আশা ভোঁসলেকে পঞ্চম যশ চোপড়া জাতীয় পুরস্কারে সম্মানিত করা হয়। তাঁর হাতে পুরস্কার তুলে দেন মহারাষ্ট্রের রাজ্যপাল ও রেখা। কিংবদন্তী সঙ্গীত শিল্পী আশা ভোঁসলকে সম্মান জানানোর অনুষ্ঠানে রেখা এমন অনেক কথাই বললেন, যা আগে কখনও বলেননি। তিনি বললেন, ‘যাকে আমি ভালোবাসি তার থেকে দূরে সরে যাই। আর যাকে অনেক বেশি ভালোবাসি, তার থেকে তো যোজন দূরে চলে যাই। কারণ, এমন না করলে দুনিয়াই আমারে দূরে সরিয়ে দেয়’। তাঁর এই কথা শুনে অনেকেই অনেকের মনেই প্রশ্ন উঠেছে,