বারুইপুর ষ্টেশন থেকে প্রচুর আগ্নেয়াস্ত্র সহ তিনজন কে গ্রেফতার করলো পুলিশ

দক্ষিণ ২৪ পরগণা জেলার বারুইপুর রেলওয়ে ষ্টেশন থেকে তিনজন অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করলো বারুইপুর পুলিশ জেলার স্পেশাল অপারেশান গ্রুপ। ধৃতদের কাছ থেকে ১৫টি ৭ এম এম পিস্তল,৩০ টি ম্যাগাজিন ও দুটি মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ।ধৃতদের জিঞ্জাসাবাদ শুরু করেছে বারুইপুর জেলা পুলিশ।
উল্লেখ্য গত ১৮ জানুয়ারী ক্যানিং থেকে ৩১৪ রাউন্ড গুলি সহ তিনজন কে গ্রেফতার করেছিল পুলিশ। তাদের কে জিঞ্জাসাবাদ করে বিহারের মুঙ্গেরের বাসিন্দা দুই অস্ত্র ব্যবসায়ী কালাম মহম্মদ ও সাহেব অালমের নাম উঠে আসে। বারুইপুর পুলিশ জেলার বিভিন্ন এলাকায় তারা আগ্নেয়াস্ত্র সরবরাহ করতো বলে পুলিশের কাছে খবর ছিল। সেই ঘটনার তদন্তে নেমে শুক্রবার বিকালে বারুইপুর পুলিশ জেলার স্পেশাল অপারেশান গ্রুপ বারুইপুর রেলওয়ে ষ্টেশন চত্বর থেকে গ্রেফতার করে দুই অভিযুক্ত কে। এদের সাথে হাওড়ার ডোমজুড়ের বাসিন্দা আরো এক অস্ত্র ব্যাবসায়ী জাইরুল সেখ কে ও গ্রেফতার করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের ধারনা ক্যানিং থানা এলাকায় এই অস্ত্র গুলি পাচারের ছকছিল ধৃতদের। তাদের কে আরো জিঞ্জাসাবাদ করে এই অস্ত্র ব্যবসার সাথে আর কে বা কারা জড়িত অাছে সে বিষয়ে তদন্ত শুরু করেছে বারুইপুর জেলা পুলিশ।